Multibagger Stock Highest Return: মাত্র ৬ মাসে ৫০% রিটার্ন! বিনিয়োগকারীদের কপাল খুলে দিল এই স্টক?

Published : May 27, 2025, 02:12 PM ISTUpdated : May 28, 2025, 09:26 AM IST

Multibagger Stock Highest Return: শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে চান সবাই (share market investment)।

PREV
110
বিনিয়োগ করতে গেলে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত

সঠিক পদ্ধতি মেনে এবং উপযুক্ত গবেষণা করে ইনভেস্ট করলে তবেই লাভের মুখ দেখা সম্ভব। 

210
আসলে শেয়ার বাজারে এমন কিছু স্টক রয়েছে, যেগুলি বিনিয়োগকারীদের বেশ ভালো রিটার্ন দিয়েছে

সেগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক (multibagger stocks higher returns)। 

410
কোন স্টক এটি?

স্টকটির নাম হল Reliance Power (রিল্যায়েন্স পাওয়ার)। 

510
এই স্টকটি (stock) একদিনেই প্রায় ১৯% বৃদ্ধি পেয়েছে

আর শেয়ার দরের এই বিপুল উত্থানের জেরেই কিন্তু বিনিয়োগকারীরা বড় মুনাফা অর্জনের আশা করছেন।

610
তবে এটি কি সাময়িক?

নাকি দীর্ঘমেয়াদী মুনাফা অর্জনের ইঙ্গিত দিচ্ছে (multibagger stocks for 2025)?

710
রিল্যায়েন্স পাওয়ারের শেয়ারের দাম ইতিমধ্যেই একলাফে অনেকটা বৃদ্ধি পেয়েছে

জানা গেছে, বর্তমানে সেটি ১৯% বৃদ্ধি পেয়ে ৫৩ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। 

810
প্রসঙ্গত, মার্চ মাসের শেষদিকে রিল্যায়েন্স পাওয়ার ১২৬ কোটি টাকা লাভ করেছে

আসলে খরচে লাগাম টানার পরেই এই বিপুল লাভের মুখ দেখেছে তারা। 

910
৩৯২ কোটি টাকার মূলধন?

Reliance Power চলতি মে মাসে, মোট ৩৯২ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে (top 10 multibagger penny stocks)।

1010
যার ফলে, কোম্পানির আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি লক্ষ করা যাচ্ছে

সবমিলিয়ে, সেই প্রভাব এসে পড়েছে কোম্পানির শেয়ার দরের উপরেও৷ আর সেইজন্যই লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরাও। 

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories