Multibagger Stock Highest Return: মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে ঝুলিতে ২২ লক্ষ টাকা! কোন স্টকটি বাজার কাঁপাচ্ছে?

Published : May 16, 2025, 04:11 PM ISTUpdated : May 23, 2025, 08:20 PM IST

Multibagger Stock Highest Return: বহু মানুষ এই মুহূর্তে শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন। আর আজ এমন একটি ষ্টক নিয়ে কথা বলব, যেটি ২২ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের (share market investors)। 

PREV
110
সকলেই চান শেয়ার বাজারে এমন কিছু স্টকে বিনিয়োগ করতে

যাতে অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করে, কম সময়ের মধ্যেই বড়লোক হওয়া যায়। 

210
এই ধরনের স্টকগুলিকেই বলা হয় মাল্টিব্যাগার স্টক

আর এমনই একটি মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock) নিয়ে আজ আমরা আলোচনা করব, যেটি তিন বছরে ১০০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। 

310
অপরদিকে, গত ৫ বছরে এই স্টকটি (Stock Market) রিটার্ন দিয়েছে ২২,৩০০%

এত বিপুল রিটার্ন ? শুনে অবাক সকলেই (sensex nifty stock market)। 

410
কোন স্টক এটি?

স্টকটির নাম হল পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড (PG Electroplast Ltd)। 

510
এই সংস্থাটি পিজি গ্রুপের অধীনে থাকা একটি ভেঞ্চার, যেটি তৈরি হয়েছিল গত ২০০৩ সালে

এটি একটি ভারতীয় ইলেকট্রনিক প্রোডাক্ট উৎপাদন পরিষেবা প্রদানকারী একটি সংস্থা (share market news)। 

610
আর সেই কোম্পানির শেয়ারের দামই বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে মাত্র ৫ বছরের মধ্যে

এই মুহূর্তে শেয়ারটির দাম ৩.৫৯ টাকা থেকে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৮০৭.৬০ টাকা।

710
মাত্র ৫ বছরে ২২,৩০০% রিটার্ন?

চলতি বছরের জানুয়ারি মাসে, স্টকটির দাম ছিল ১০৫৪.৯৫ টাকা। যা  গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বাধিক (multibagger stocks higher returns)। 

810
এদিকে গত ২০২৪ সালের ১০ মে, এই স্টকটি (stock) নেমে এসেছিল ১৯৪.৫৮ টাকাতে

কিন্তু আবার সেই বছরেরই জুলাই মাসে এই শেয়ারটি ১:১০ অনুপাতে স্প্লিট করা হয় এবং প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা থেকে কমিয়ে ১ টাকা করে দেওয়া হয়। 

910
তাহলে ১০ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ারের বিনিময়ে বিনিয়োগকারীরা কত করে পেলেন?

বিনিয়োগকারীরা পেয়েছেন ১ টাকা ফেসভ্যালুর মোট ১০টি শেয়ার। ফলে, কেউ যদি ৩ বছর আগে এই স্টকে ১০ হাজার টাকা বিনিয়োগ করে থাকতেন, তাহলে বর্তমানে তিনি ১.১ লক্ষ টাকারও বেশি রিটার্ন পেতেন (sensex today live)। 

1010
আর আজ থেকে ৫ বছর আগে, যদি এই স্টকে ১০ হাজার টাকা বিনিয়োগ করে থাকতেন

তাহলে আজকের দিনে সেই মূল্য গিয়ে দাঁড়াত ২২ লক্ষ ৪০ হাজার টাকা।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories