- Home
- Business News
- Other Business
- Highest Multibagger Stocks: মাত্র ৮ টাকার ষ্টক দিচ্ছে লাখ টাকার রিটার্ন? মেগা আপডেট
Highest Multibagger Stocks: মাত্র ৮ টাকার ষ্টক দিচ্ছে লাখ টাকার রিটার্ন? মেগা আপডেট
Highest Multibagger Stocks: শেয়ার বাজারে আজকাল বহু মানুষ বিনিয়োগ করে থাকেন। আর আজ এমন একটি ষ্টক নিয়ে কথা বলব, যেটির দাম ছিল একসময় মাত্র ৮ টাকা।

এই স্টকে একমাস আগেই যদি কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করত
তাহলে আজ সেই অঙ্ক গিয়ে দাঁড়াত ১ লক্ষ ২০ হাজার টাকা। কারণ, ৩ বছরে এই ষ্টক দিয়েছে ৯২০% রিটার্ন।
কারণ, একটা কথাই আছে যে, অ্যাসেট বাড়ে দীর্ঘমেয়াদেই
কোনও একটি বা একাধিক স্টকে সঠিক সময়ে যদি বিনিয়োগ করা যায়, তাহলে দীর্ঘমেয়াদে তা ধরে রাখার মাধ্যমেই একমাত্র সম্পদ বাড়ানো সম্ভব। এমনটাই মনে করেন মার্কেট অ্যানালিস্টরা।
আর এইভাবেই একটি স্টকে (Stock Market) ধৈর্য ধরে যদি ৩ বছর পর্যন্ত বিনিয়োগ করা যায়
তাহলে ১ লাখ টাকাই হয়ে যেত ১০ লাখ টাকা। অর্থাৎ, ৩ বছরেই ১০ গুণ বৃদ্ধি পেত সেই বিনিয়োগ।
এই স্টকটির নাম হল আলফ্রা ট্রান্সফর্মার্স
আজ থেকে ৩ বছর আগে এটির দাম ছিল ১০ টাকারও কম। মাত্র ৮ টাকা দামের এই স্টক কেউ তখন কিনে রাখলে, বর্তমানে তার দাম হয়ে যেত বেড়ে ৮২ টাকা (sensex nifty stock market)।
মানে ৮.০১ টাকা থেকে ১০ গুণ বেড়ে এই স্টকের দাম বেড়ে হয়েছে ৮১.৭৩ টাকা
উল্লেখ্য, গত ২০২২ সালে এই স্টকে কেউ যদি টাকা বিনিয়োগ করে রাখতেন, তাহলে ৮.০১ টাকায় কেনা থাকত এই শেয়ারটি।
আর এই বিনিয়োগ এখনও পর্যন্ত যদি টানা হত, তাহলে তিন বছরে ৯২০ শতাংশ রিটার্ন পেতেন বিনিয়োগকারী
আলফ্রা ট্রান্সফর্মার্স স্টকটির গত এক মাসে দাম বেড়েছে প্রায় ২০%। তবে এর গত বছরের দামের থেকে বর্তমানে এটির দামে ৯ শতাংশ পতন হয়েছে (share market news)।
এদিকে গত বছর, নভেম্বর মাসে এই স্টকটির দাম ১৬২.৯৫ টাকায় পৌঁছে গেছিল
গত বছর ৭ এপ্রিল, এই স্টকের দাম ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে গিয়ে পৌঁছয়। তা হল ৫৯.৯৩ টাকা। তবে এই স্টকে একমাস আগে কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে, আজ তিনি পেতেন ১ লক্ষ ২০ হাজার টাকা। আর এক বছর আগে এই স্টকে একইভাবে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে আজকের দিনে দাঁড়িয়ে এই স্টক থেকে সেই বিনিয়োগকাটি ৯১ হাজার টাকা রিটার্ন পেতেন।
অর্থাৎ, এক বছরে এই স্টকে ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের
তবে কেউ যদি ৩ বছর আগে ১ লক্ষ টাকা রাখতেন এই স্টকে, তাহলে আজকের দিনে রিটার্ন পেতেন ১০.২০ লক্ষ টাকা (multibagger stocks higher returns)।
বর্তমানে এই সংস্থার বাজার মূলধন রয়েছে ৭৪.৭৯ কোটি টাকা
নিঃসন্দেহে ভালো একটি অপশন বিনিয়োগকারীদের জন্য (sensex today live)।
তবে একসময় যে স্টকের দাম ছিল মাত্র ৮ টাকা
সেই ষ্টকই কিনা এখন দিচ্ছে লাখ টাকার রিটার্ন।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
