Multibagger Stock Highest Return: মাত্র ১৩ টাকার স্টক থেকে লাখ লাখ টাকা রিটার্ন! খুশিতে ডগমগ বিনিয়োগকারীরা

Published : May 30, 2025, 03:40 PM ISTUpdated : May 31, 2025, 12:36 AM IST

Multibagger Stock Highest Return: শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে চান সবাই (share market investment)।

PREV
110
সঠিক পদ্ধতি মেনে এবং উপযুক্ত গবেষণা করে ইনভেস্ট করলে তবেই লাভের মুখ দেখা সম্ভব

তাই বিনিয়োগ করতে গেলে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত (multibagger stocks for 2025)। 

210
শেয়ার বাজারে এমন কিছু স্টক রয়েছে, যেগুলি বিনিয়োগকারীদের বেশ ভালো রিটার্ন দিয়েছে

সেগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক (multibagger stocks higher returns)।

310
এমনকি, খারাপ সময়ে দাঁড়িয়েও এই স্টকগুলি বিপুল রিটার্ন দিয়েছে

কার্যত, শেয়ার বাজারে বিপর্যয়ের সময়েও বেশ কিছু মাল্টিব্যাগার স্টক ১১০-১৬০% পর্যন্ত রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের (multibagger stocks for 2025 in India)। 

410
এমনই তিনটি মাল্টিব্যাগার স্টক নিয়ে আজ আলোচনা করব

যেগুলি তার বিনিয়োগকারীদের খুব কম সময়ের মধ্যেই বিপুল লাভের মুখ দেখিয়েছে (multibagger stocks higher returns)৷

510
কোন তিনটি স্টক (stock)?

পিসি জুয়েলার্স লিমিটেড:(PC Jeweller Ltd), ব্লু চিপ ইন্ডিয়া লিমিটেড (Blue Chip India Ltd) এবং টিসিআই ফাইন্যান্স লিমিটেড (Tci Finance Ltd)। 

610
প্রথমেই আসা যাক পিসি জুয়েলার্সের কথায়

এই স্টকটি গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ১৯.৬০ টাকায় পৌঁছেছিল এবং এটির ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছিল ৪.৪১ টাকা। পিসি জুয়েলার্সের মোট মার্কেট ক্যাপ ৮৭৯৫.৭১ কোটি টাকা (pc jeweller ltd share price)। 

710
মূলত এই কোম্পানিটি ঘড়ি এবং গয়নার ব্যবসা করে

সম্প্রতি, সোনার দামও খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই, আগামীদিনে পিসি জুয়েলার্সের স্টকের দর আরও বাড়তে পারে বলেই মনে করছেন মার্কেট অ্যানালিস্টরা। এই স্টকটি BSE-তে গত এক বছরে, ১৬০% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের (pc jeweller ltd share price nse)।

810
ব্লু চিপ ইন্ডিয়া লিমিটেড

গত মঙ্গলবার, এই স্টকটির শেয়ারের দাম যদিও ০.৩০% কমেছে ৷ কিন্তু গত এক বছর ধরে এই শেয়ারটি ১১৬.০৩% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। 

910
ব্লু চিপ ইন্ডিয়ার শেয়ারের দাম গত ৫২ সপ্তাহে সর্বকালের মধ্যে সর্বোচ্চ ৯.৬৭ টাকায় পৌঁছেছে

অপরদিকে সর্বকালের মধ্যে সর্বনিম্ন ৩.০৬ টাকায় ট্রেন্ডিং করছে এই স্টকটি। বর্তমানে এই কোম্পানিটির মার্কেট ক্যাপ ৩৭.২৮ কোটি টাকা (blue chip india ltd share price target)। 

1010
টিসিআই ফাইন্যান্স লিমিটেড

এটি একটি নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। যার শেয়ারের দাম সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ ২০.১৭ টাকা এবং সর্বনিম্ন ৪.৯৬ টাকায় ট্রেন্ডিং হয়েছে। টিসিআই ফাইন্যান্স লিমিটেডের মার্কেট ক্যাপ ১৬.৪৫ কোটি টাকা এবং এই স্টকটি মাত্র এক বছরের মধ্যে বিনিয়োগকারীদের ১৩৩.২১% রিটার্ন দিয়েছে (tci finance ltd share price target 2030 India)।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories