- Home
- Business News
- Other Business
- Multibagger Stock Highest Return: মে মাসে ৭২% বৃদ্ধি! বাজার কাঁপানো এই স্টকে কি টাকা লাগানো উচিত হবে?
Multibagger Stock Highest Return: মে মাসে ৭২% বৃদ্ধি! বাজার কাঁপানো এই স্টকে কি টাকা লাগানো উচিত হবে?
Multibagger Stock Highest Return: বাজারে ঝড় তুলেছে এই স্টক। টানা পাঁচটি ট্রেডিং সেশন জুড়ে বৃদ্ধি পেয়েছে এই স্টকের দাম (share market update)।

প্রচুর মানুষ বর্তমানে শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন
কিন্তু ভালো রিটার্ন পেতে গেলে বিনিয়োগটাও (market invest) সঠিক জায়গায় করা জরুরি।
আর সেই জায়গায় দাঁড়িয়েই, মাল্টিব্যাগার স্টকগুলি সেরা অপশন হয়ে উঠতে পারে
কারণ, অল্প সময়ের মধ্যেই সেগুলি যথেষ্ট ভালো রিটার্ন দিতে পারে।
শেয়ার বাজারে এমন কিছু স্টক রয়েছে, যেগুলি বিনিয়োগকারীদের বিরাট রিটার্ন দিয়েছে
আজ তেমন একটি স্টক নিয়েই কথা বলব (multibagger stocks higher returns)।
এটি মূলত একটি স্মল ক্যাপ স্টক
যেটি শুধু শেষ পাঁচদিন নয়, বরং শেষ ১০টি ট্রেডিং সেশনের মধ্যে ৮টি সেশনেই বৃদ্ধি পেয়েছে।
স্টকটির নাম কী?
স্টকটির নাম হল ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা IFCI। অর্থ মন্ত্রকের অধীনস্ত এই সংস্থার স্টকের দাম বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ৬% বেড়ে পৌঁছে গিয়েছিল ৭৪.৫০ টাকায় (Industrial Finance Corporation of India)।
বুধবারও এই স্টকটির দাম বেড়েছিল প্রায় ১৫%
উল্লেখ্য, গত অর্থবর্ষের শেষ কোয়ার্টারেও দুরন্ত ফিনান্সিয়াল রেজ়াল্ট হয়েছিল এই মাল্টিব্যাগার স্টকটির। তারপর থেকেই এই স্টকে দেখা যায় কার্যত, বুলিশ ট্রেন্ড (industrial finance corporation of india limited share price)।
এই পরিস্থিতিতে স্টকটি কেনার বিষয়ে ঠিক কী পরামর্শ দিচ্ছেন মার্কেট অ্যানালিস্টরা?
IFCI Q4 Results কী বলছে?
আইএফসিআই-এর প্রফিট আফটার ট্যাক্স তথা PAT বৃদ্ধি পেয়েছে ২০২৫ অর্থবর্ষের শেষ কোয়ার্টারে। ঠিক ওই সময়কালে ট্যাক্স দেওয়ার পর প্রফিট গিয়ে দাঁড়িয়েছে ২৬০.৪৩ কোটি টাকায় (ifci share price target 2025)।
তবে ২০২৪ সালের একইসময়ে এই অঙ্কটা ছিল ১৫৭.৩২ কোটি টাকা
অর্থাৎ, মাত্র এক বছরেই ৬৫.৫% গ্রোথ। তবে অক্টোবর-ডিসেম্বর মাসের কোয়ার্টারে যদিও ৮.৭৪ কোটি টাকা লস হয়েছিল এই সংস্থার (ifci share latest news)।
IFCI Stock Price
কার্যত, গত এক মাস ধরেই দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে স্টকটি। গত পাঁচটি ট্রেডিং সেশনে প্রায় ৪৫% দাম বৃদ্ধি পেয়েছে এই স্টকের।
শুধুমাত্র মে মাসেই এই স্টকের দাম বৃদ্ধি পেয়েছে ৭২ শতাংশেরও বেশি
অন্যদিকে, গত এক বছরে বিপুল ওঠানামার মধ্যেও প্রায় ২২% দাম বৃদ্ধি পেয়েছে এই স্টকটির (multibagger stock highest return 2025 in india)।
গত ৫ বছরে রিটার্ন কত?
এই স্টকটি থেকে প্রায় ১৪১২% রিটার্ন পাওয়া গেছে।
IFCI-এর শেয়ার কি কেনা উচিত?
বাজার বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদের জন্য যারা বিনিয়োগ করেন স্টক মার্কেটে, তাদের জন্য এই স্টক খুবই লাভজনক হতে পারে। তাছাড়া গত এক মাসে এই স্টকটির পারফরম্যান্সও রীতিমতো চমকে দিয়েছে সবাইকে।
শুধু তাই নয়, শর্ট টার্মে ইনভেস্টের কথা ভাবলেও
এই স্টকটি থেকে বড় অঙ্কের রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

