সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে গিয়ে এই ভুল করছেন না তো? আসতে পারে আয়কর বিভাগের নোটিস

Published : Jul 30, 2025, 12:40 PM ISTUpdated : Jul 30, 2025, 12:43 PM IST

সেভিংস অ্যাকাউন্টে লেনদেনের সময় কিছু ভুলের কারণে আয়কর বিভাগের নোটিশ আসতে পারে। এই তিনটি ভুলের জন্য আপনার কাছ থেকে মোটা টাকা কেটে নেওয়া হতে পারে। নগদ জমা, একদিনের নগদ জমার সীমা এবং নগদ তোলার উপর TDS চার্জ সম্পর্কে জেনে নিন।

PREV
15

আর্থিক লেনদেন

প্রায় সকলেই সঞ্চিত টাকা ব্যাঙ্কে রাখে। কিন্তু সামান্য ভুলে অনেক সময় ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়া হয়। তেমনই সামান্য ভুলে আয়কর বিভাগের নোটিস আসতে পারে আপনার কাছে। যারা সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করেন তারা সতর্ক হন।

25

আয়কর বিভাগের নোটিস

আজ রইল বিশেষ কয়টি টিপস। যারা সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করেন তাদের জন্য রইল টিপস। এবার থেকে এই তিন কাজ করার আগে সতর্ক হন। এই তিন ভুলে মোটা টাকা কেটে নিয়ে পারে আপনার। তেমনই আয়কর বিভাগের নোটিস আসতে পারে আপনার কাছে। জেনে নিন কী কী।

35

নগদ জমা দেওয়া

আয়কর বিভাগের নিয়ম অনুসারে, যদি কোনও ব্যক্তি তার সেভিংস অ্যাকাউন্টে এক আর্থিক বছরে ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন, তহে ব্যাঙ্ক সেই তথ্য আয়কর বিভাগকে জানাতে বাধ্য। এই নিয়মটি আপনার সমস্ত সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে প্রযোজ্য হবে। অর্থাৎ ধরা যাক আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট আছে। সব অ্যাকাউন্ট মিলিয়ে মোট টাকা জমানোর পরিমাণ ১০ লক্ষ টাকা ছাড়িয়েছে, তাহলে আপনি আয়কর বিভাগের নজরে আসতে পারেন। এক্ষেত্রে টাকার উৎস সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাকে দিকে হবে।

45

একদিনের নগদ জমানোর সীমা

আয়কর নিয়ম অনুসারে, একদিনে ৫০ হাজার টাকার বেশি নগদ জমা করার জন্য প্যান কার্ড জমা দিতে হবে। সঙ্গে ফর্ম ৬০ পূরণ করতে হবে। এই নিয়মটি মূলত বড় অঙ্কের নগদ লেনদেনের ওপর নজর রাখার জন্য তৈরি করা হয়েছে। যাতে কালো টাকার লেনদেন আটকানো যায়।

55

নগদ তোলার ওপর TDS চার্জ

আয়কর আইন অনুসারে, নগদ টাকা তোলার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। যদি কোনও ব্যক্তি এক আর্থিক বছরে সমস্ত অ্যাকাউন্ট মিলিয়ে মোট ২০ লক্ষ চারার বেশি নগদ তোলের এবং তিনি গত তিন বছর ধরে আয়কর রিটার্ন জমা না করে থাকেন, তাহলে ব্যাঙ্ক ২ শতাংশ হারে টিডিএস কাটবে। যদি ব্যক্তি আটিআর ফাইল করে থাকেন, তাহলে ১ কোটি টাকার ওপর ২ শতাংশ টিডিএস কাটা হবে। যদি কোনও ব্যক্তি আইটিআর ফাইল না করে থাকেন এবং ১ কোটি টাকার বেশি তোলেন তাহলে টিডিএস-র হার বেড়ে ৫ শতাংশ হবে।

Read more Photos on
click me!

Recommended Stories