ডিএ বৃদ্ধির পর জুলাই মাসেও বাড়বে মাইনে, সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, বিজ্ঞপ্তি নবান্নের

DA বৃদ্ধির পর এবার ফের মাইনে বাড়ার পালা সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট দিল নবান্ন। জুন মাসে বর্ধিত ডিএ নিয়ে বাড়তি টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। এবার জুলাই মাসেও নাকি বাড়বে মোটা টাকা। জানুন বিস্তারিত।

Parna Sengupta | Published : May 31, 2024 7:57 AM IST / Updated: Jun 05 2024, 12:42 PM IST
18

২০২৪ লোকসভা নির্বাচন শুরুর কিছুদিন আগেই গত ফেব্রুয়ারী মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাজেট পেশ করে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার।

28

কথা মতই হল কাজ। বাজেটে ঘোষণা মতো বৃহস্পতিবার সকালেই ডিএ-সহ মে মাসের বেতন ঢুকে গিয়েছে প্রায় সমস্ত রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে।

38

আগে গত ২১ ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই বর্ধিত DA রাজ্যের সরকারি কর্মীদের পকেটে ঢুকছে।

48

এরই মধ্যে এবার আরও ৪ শতাংশ। রাজ্যের সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীরাই এদিন মাস শেষেরও একদিন আগে বেতন পেয়ে গিয়েছেন। যা নিয়ে কার্যত খুশি সরকারি কর্মীদের একটা অংশ।

58

প্রসঙ্গত, এর আগে ১০ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে তা বেড়ে হয়েছে ১৪%. বিগত সময়ে ৩ দফায় ডিএ বৃদ্ধির পর বর্তমানে ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

68

যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীদের একাংশ। রাজ্য বাজেটের দিনও সরকারি কর্মীদের আরও চার শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করা হলেও তাতে একেবারেই খুশি নন তারা। সমানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

78

নবান্ন সূত্রে খবর, গতকাল সকাল ন’টা থেকে সাড়ে ন’টার মধ্যেই প্রায় অধিকাংশরই সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। সকাল সকালই সেই মেসেজ পেয়ে গিয়েছেন সকলে। দেখতে গেলে মোটের উপর সব ধরনের চাকুরিজীবীর ক্ষেত্রেই গড়ে প্রায় ৮০০ টাকার মতো বেতন বেড়েছে।

88

এদিকে ডিএ বৃদ্ধির পর আরও এক সুখবর। নিয়ম অনুযায়ী, প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মীদের। বেসিক পের উপর ৩% বেতন বাড়ে। ফলে এই মাসের পাশাপাশি আগামী মাসেও ফের কিছুটা বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মীদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos