সূত্রের খবর বাজেটে বেসরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একটি বড় পরিকল্পনা গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
শুধু সরকারি কর্মী নয়, এবার নরেন্দ্র মোদীর বড় পদক্ষেপে বদলে যেতে চলেছে দেশের বেসরকারি কর্মীদের জীবন। আসন্ন বাজেটেই বেসরকারি কর্মীদের জীবন বদলে যেতে পারে বলেও অনুমান। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে জমিতেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। চলতি মাসেই বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বাজাটেই বেসরকারি কর্মীদের নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর বাজেটে বেসরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একটি বড় পরিকল্পনা গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। যার কারণে বেসরকারি কর্মীদের বেতন সীমা বাড়ান হতে পারে। সরকারি প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নতুন পরিকল্প গ্রহণ করতে পারে। এতদিন পর্যন্ত এমপ্লয়ি প্রভিডেন্ট ফাণ্ডের বেতনসীতম ধার্য করা হয়েছিল ১৫ হাজার টাকা। যার অর্থ নূন্যতম ১৫ হাজার টাকা মাসিক বেতন পেলেই ইপিএফ অ্যাকাউন্টের সুযোগ পাওয়া যেতে। এবার সেই বেতন সীমাই বাড়িয়ে দেওয়া হতে পারে বলে অর্থমন্ত্রক সূত্রের খবর।
তথ্যসূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ বাজেটে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নতুন পরিকল্পনা গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে প্রভিডেন্ট ফান্ডের বেতন সীমা বাড়ানো নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। শ্রম মন্ত্রকের তরফ থেকে বেতন সীমা ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। মোদী সরকার আসার পরই এই ক্ষেত্রে বিশেষ অগ্রগতি হয়েছে। ২০১৪ সাল অব্দি এই বেতন সীমা ছিল মাত্র ৬৫০০ টাকা। ২০২৩ সাল অবধি ছিল ১৫০০০ টাকা। ২০২৪ এসে হয়তো এই বেতন সীমা ২৫ হাজার টাকায় পরিণত হতে চলেছে।
বেসরকারি কর্মীদের অবসর তহবিল হিসেবে তৈরি করা হয়েছিল এই ইপিএফ। মূলত বেসরকারি কর্মীদের অবসরের পর আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখেই এটি চালু করা হয়েছিল। নিয়ম অনুযায়ী একজন বেসরকারি কর্মী তার বেসিক বেতনের ১২ শতাংশ জমা দিলে সমপরিমান অর্থ সংস্থাও কর্মীর অ্যাকাউন্টে জমা দেবে। এই টাকার কিছুটা পেনশন ও কিছুটা হেল্থ স্কিমে যায়।