
শুরু হতে চলেছে নিউটাউনে দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। কিন্তু তার আগেই শুরু মশার উৎপাত। বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়া ভিভিআইপি শিল্পপতিরা যদি মশার জ্বালায় অতিষ্ট হন তবে তো মান–সম্মান নিয়ে টানাটানি শুরু হবে । তাই নিউটাউনে ধুনো ব্যবহার হবে মশার উপদ্রব ঠেকাতে। বুধবার থেকে নিউটাউনে শুরু হতে চলেছে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ইভেন্ট ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। নিউটাউন, ইকো পার্ক–সহ ওই এলাকা এখন যথেষ্ট অভিজাত এলাকা। উন্নয়নের প্রমাণ মিলবে রাস্তা দিয়ে গেলে। এই মশার জন্য গোটা ব্যবস্থাপনার দিকে যাতে আঙ্গুল না ওঠে তাই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মশা তাড়াতে ধুনোর সঙ্গে নারকেল ছোবড়া তো থাকছেই পাশাপাশি নিমপাতা এবং কর্পূর মিশিয়ে ধোঁয়া দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার দু’দিন ধরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ভুটানের রাজা থেকে শুরু করে শিল্পপতি মুকেশ আম্বানি হাজির থাকবেন বলেই জানা গিয়েছে। আরও বহু বিশিষ্ট শিল্পপতি, উদ্যোগপতিরা উপস্থিত হবেন এই সম্মেলনে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতে থাকতে পারেন ইকো পার্কে, এমনটাই সূত্রের খবর। ইকো পার্ক, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মতো জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ চলছে জোরকদমে। পরিকল্পনা সফল করতে নামানো হয়েছে প্রচুর সাফাই কর্মী। নিট অ্যান্ড ক্লিন’ রাখাই যেন প্রত্যেকের কাছেই লক্ষ্য হয়ে উঠেছে।
ইকো পার্কের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে স্ট্যান্ড। প্রত্যেকদিন বিকেলে ধুনো দেওয়া হবে। ঝাঁ চকচকে কনভেনশন সেন্টারে মশার উপদ্রব যাতে কোনভাবেই দেখা না যায় তার জন্য সদা সচেষ্ট প্রশাসন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে ধুনো ব্যবহার করার ক্ষেত্রে সম্মতি মিলেছে বলে সূত্রের খবর। এই বিষয়ে এক আধিকারিক জানালেন, এই সম্মেলনে শিল্পপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের জমায়েত হবে। তাই মশার উপদ্রব বন্ধ করতে ভেষজ ধুনোর ব্যবহার করা হচ্ছে। বইমেলা প্রাঙ্গণে ধুনো দিয়ে মশা তাড়ানোর কাজে সাফল্য এসেছে। তাই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও ধুনোর ব্যবহার করা হচ্ছে।
সম্মেলনকে কেন্দ্র করে চলছে ব্যাপক সাফাই অভিযান। ভাঙাচোরা রাস্তা মেরামত করে সুন্দর করে তোলা হয়েছে । পুলিশও বাড়তি নজর রাখছে যাতে বাইরে থেকে এসে কেউ নিউটাউনে আবর্জনা ফেলে না যায় । এখানে রাত পর্যন্ত দেশ–বিদেশের অতিথিরা উপস্থিত থাকবেন। তাই মশার উপদ্রব যাতে বোঝা না যায় তাই ধুনোর ব্যবহারসহ নানা উপায়ে মশা তাড়ানোর প্রক্রিয়া চলছে নিউটাউন জুড়ে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।