ভোটের পরেই বন্ধ করে দেওয়া হবে সরকারি কর্মীদের পেনশন ও গ্রাচুইটি? চমকে দেওয়ার মত বিজ্ঞপ্তি জারি

মার্চ মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। পাশাপাশি মিলেছে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিএ-ও। সম্প্রতি একাধিক আরও অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র। কিন্তু নয়া বিজ্ঞপ্তি ভয় ধরাচ্ছে কর্মচারীদের মনে।

Parna Sengupta | Published : May 7, 2024 6:17 AM IST
16

বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার। লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র। সম্প্রতি ফের একদফায় ৪% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর আগে ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। বর্তমানে তা ৫০ শতাংশে পৌঁছেছে।

26

গত ২ এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব়্যান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। যাতে সরকারি কর্মীদের ৬ ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র।

36

সরকারি কর্মীদের চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স বাড়ছে। বাড়ানো হয়েছে চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স। সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতাও বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ডিউটিতে থাকা কর্মীদের জন্য বৃদ্ধি করা হয়েছে নাইট ডিউটির ভাতা।

46

সম্প্রতি ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ পার্সনেল, পাবলিক গ্রিভ্যান্সেস অ্যান্ড পেনশনস, গভর্মেন্ট অফ ইন্ডিয়ার –এর তরফে সরকারি কর্মচারীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে সরকারি কর্মীদের ডিএ মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

56

এতদিন পর্যন্ত গ্র্যাজুইটির সর্বোচ্চ সীমা ছিল ২০ লক্ষ। এবার তা বৃদ্ধি পেয়েছি হয়েছে ২৫ লক্ষ। অর্থাৎ গ্র্যাজুইটির সর্বোচ্চ সীমা পাঁচ লাখ টাকা বাড়ানো হয়েছে। সম্প্রতি গ্র্যাচুইটি সংক্রান্ত নিয়মেও বদল আনা হয়েছে। পরিবর্তন করা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনের নিয়মেও।

66

সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন) রুলস, ২০২১-এর ৮ নং বিধিতে সংশোধন এনে বলা হয়েছে, যদি কোনও সরকারি কর্মচারী গরহিত অপরাধ করেন বা কর্তব্যরত অবস্থায় নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন না করেন, সেক্ষেত্রে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে অবসরের পর গ্র্যাচুইটি এবং পেনশন আটকে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী এমন খবরই সামনে এসেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos