মুকেশ আম্বানি আর গৌতম আদানির সংস্থা কোলাবরেশনে যাচ্ছে। একটি সংস্থা অন্য সংস্থার শেয়ার কিনছে। সম্প্রতি সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর খবর।
28
আম্বানি গোষ্ঠী কিনতে আদানির শেয়ার
মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি গৌতম আদানির মধ্যপ্রদেশের একটি বিদ্যুৎ প্রকল্পে ২৬ শতাংশ অংশীদারিত্ব নিয়ে
38
পাল্টা চুক্তি
পাশাপাশি প্ল্যান্টের ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ক্যাপটিভ ব্যবহারের জন্য ব্যবহার করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে৷
Related Articles
48
দুই পক্ষের চুক্তি
রিলায়েন্স আদানি পাওয়ার লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান মাহান এনারজেন লিমিটেডের ৫ কোটি ইক্যুইটি শেয়ার নেবে, যার অভিহিত মূল্য প্রায় ৫০ কোটি টাকা। ক্যাপটিভ ব্যবহারের জন্য ৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা ব্যবহার করবে। দুটি সংস্থাই জানিয়েছে পৃথক স্টক এক্সচেঞ্জ ফাইলিংএর মাধ্যমে।
58
দুই প্রতিপক্ষ
গুজরাটের বাসিন্দা দুই ব্যবসায়ীকে প্রায়শই মিডিয়া কে অপরের বিরুদ্ধে দাঁড় করায়। কিন্তু দুটি সংস্থা এশিয়ার সবথেকে ধনী সংস্থাগুলির মধ্যে পড়ে। কয়েক বছর ধরেই আদানি আর আম্বানিরা শীর্ষস্থান ধরে রাখার জন্য ঠান্ডা লড়াই লড়ছে।
68
দুই পক্ষের সীমানা
তেল ও গ্যাস থেকে খুচরো এবং টেলিকমের মধ্যেই মূলত সীমাবদ্ধ আম্বানিরা। অন্যদিকে আদানিদের কার্যকলাপ সমুদ্র বন্দর থেকে বিমানবন্দর, কয়লা এবং খনিতে।
78
একপথে দুই পক্ষ
ক্লিন এনার্জি ব্যবসা ছাড়া অন্য কোনও ব্যবসায় আদানি আর আম্বানিরা একই সঙ্গে বিনিয়োগ করেনি।
88
বিয়ের অনুষ্ঠানে বিবাদ-ভঞ্জন!
মার্চ মাসের শুরুতেই মুকেশ আম্বানির ছেলের বিয়ের প্রাক অনুষ্ঠান হয়েছিল জামনগরে। বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম আদানি। সেখান থেকেই বিরোধিতা ছেড়ে বন্ধুত্ব তৈরি হয়েছে। প্রশ্ন ব্যবসায়ী মহলে।