সপ্তাহান্তেও বদল নেই জ্বালানির দামে, কলকাতায় আজ কত পেট্রল-ডিজেলের দাম?

আজ ২৪ মার্চও অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম। প্রত্যেক দিনের মতো আজও দেশের তেল বিপনন সংস্থাগুলি জ্বলানির দাম প্রকাশ করল।

Web Desk - ANB | Published : Mar 24, 2023 4:51 AM IST

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল নয় অপরিশোধিত তেলের দাম। তবে এই অস্থিরতার প্রভাব পড়েনি দেশীয় বাজারে। গত বছরের ২২ মে-এর পর কার্যত দেশের চাক মেট্রো সিটিতে জ্বালানির দামে কোনও বদল আসেনি। আজ ২৪ মার্চও অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম। প্রত্যেক দিনের মতো আজও দেশের তেল বিপনন সংস্থাগুলি জ্বলানির দাম প্রকাশ করল।

কলকাতা-সহ অন্যান্য বড় শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম? দেখে নেওয়া যাক। পেট্রলে প্রতি লিটার ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৬ টাকা করে আবগারি শুল্ক কমানো হয়। যার ফলে কমেছিল পেট্রল ডিজেলের দামও। দীর্ঘদিন ধরে দেশের মেট্রো শহরগুলিতে একই দামে বিকোচ্ছে জ্বালানি। আজ দেশের চার মহানগরীতে কত দামে বিকোচ্ছে পেট্রল-ডিজেল? কলকাতা, দিল্লি, মুম্বই এই তিন মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। কলকাতায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের পেট্রলের দাম লিটার প্রতি ১০২.৮৬ টাকা ও ডিজেল প্রতি লিটার ৯৪.৪৬ টাকা।

আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

দেশের অন্যান্য শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

দেশের অন্যান্য বড় শহরগুলিতেও জ্বালানির দামে বিশেষ পরিবর্তন দেখা গেল না। ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা। নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।

তবে সম্প্রতি দেশের তিন শহরে বদল এসেছিল তেলের দামে। কোন কোন শহরে জ্বলানির দামে বদল এসেছিল? নয়ডায় পেট্রলের দাম ২৭ পয়সা বেড়ে লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ৯৬.৯২ টাকা। ডিজেলের দামও বেড়েছে ২৬ পয়সা। নতুন দাম ৯০.০৮ টাকা প্রতি লিটার। গাজিয়াবাদের লিটার প্রতি পেট্রলের দাম কমল ৩২ পয়সা। নয়া দাম দাঁড়িয়েছে ৯৬.২৬ টাকায়। ডিজেলের দাম ৩০ পয়সা কমে হল ৮৯.৪৫ টাকা। লখনউতে পেট্রলের দাম ১৪ পয়সা কমে হল ৯৬.৪৩ টাকা লিটার। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৯.৬৩ টাকা প্রতি লিটার।

একনজরে জ্বলানির নয়া দাম

আরও পড়ুন - 

শুক্রবারে বড় ধাক্কা, চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, রূপোর দর কোথায় ঠেকল, জেনে নিন হলমার্কের দর

অবশেষে কাটল দুর্যোগ, সকাল থেকে রোদ ঝলমলে আকাশ, সঙ্গে বাতাসে হিমেল পরশ

আজ কলকাতায় কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল আর ডিজেল? দাম জানুন দেশের বাকি তিন শহরের

Share this article
click me!