পোস্ট অফিস: এই স্কিমে বিনিয়োগে খুব কম সময়েই টাকা দ্বিগুণ! মিলবে মোটা রিটার্ণ

Published : Jan 13, 2026, 07:06 PM IST

পোস্ট অফিস: কষ্টার্জিত টাকা কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কিন্তু ঝুঁকি ছাড়াই নিশ্চিত রিটার্ন পাওয়ার সেরা বিনিয়োগ প্রকল্পগুলির মধ্যে একটি হল কিষাণ বিকাশ পত্র (KVP) স্কিম। এখানে এর সম্পূর্ণ বিবরণ দেওয়া হল। 

PREV
15
কিষাণ বিকাশ পত্র স্কিম কী?

কিষাণ বিকাশ পত্র একটি কেন্দ্র সরকার পরিচালিত সঞ্চয় প্রকল্প। এতে বিনিয়োগ করা টাকা সম্পূর্ণ নিরাপদ। বর্তমানে ৭.৫% সুদে ১১৫ মাসে টাকা দ্বিগুণ হয়। এটি ঝুঁকিহীন ও নির্ভরযোগ্য।

25
কত টাকা বিনিয়োগ করা যাবে?

মাত্র ১০০০ টাকা দিয়ে এই স্কিমে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। ১৮ বছরের বেশি বয়সী যেকোনো ভারতীয় নাগরিক একক বা যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন।

35
অকালে টাকা তোলার সুযোগ

অনেকেই বিনিয়োগে টাকা আটকে যাওয়ার ভয় পান। KVP স্কিম এক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয়। বিনিয়োগের ৩০ মাস পর প্রয়োজনে টাকা তোলা যায়। ফলে হঠাৎ খরচের জন্য বিনিয়োগকারীদের সমস্যা হয় না।

45
১১৫ মাসে টাকা দ্বিগুণ

বর্তমান ৭.৫% সুদের হারে, বিনিয়োগ করা অর্থ ৯ বছর ৭ মাসে (১১৫ মাস) দ্বিগুণ হয়। যেমন, ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে ১১৫ মাস পর আপনি ১০ লক্ষ টাকা পাবেন। এটি একটি নিশ্চিত আয়ের প্রকল্প।

55
কারা উপকৃত হবেন?

যারা নিরাপত্তা, নিশ্চিত রিটার্ন এবং সরকারি নিশ্চয়তা চান, তাদের জন্য কিষাণ বিকাশ পত্র সেরা। অবসর পরিকল্পনা, সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যতের প্রয়োজনে এই স্কিমটি খুবই উপকারী।

Read more Photos on
click me!

Recommended Stories