Large থেকে Flexi Cap, কোন ফান্ডের কেমন রিটার্ন বিগত বছরে? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩৩

আজ বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে দেখে নিন কোন ফান্ড সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ কত রিটার্ন দিতে পারল বিনিয়োগকারীদের। 

Share this Video

সোশাল মিডিয়ায় এখন জ্ঞানবাণীর আধিক্যে মাথা খারাপ হওয়ার জোগাড় সাধারণ বিনিয়োগকরীদের। প্রচুর ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন ফান্ড এবং শেয়ার বাজারের গতিপ্রকৃতি নিয়ে প্রচুর মানুষ জ্ঞান বিলোচ্ছেন। কিন্তু তা কতটা যুক্তিযুক্ত এবং SEBI-র গাইডলাইন এ বিষয়ে কী বলছে সেটা জেনে রাখা জরুরি। বহু মানুষ এই ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন। আমরা বলছি, সঠিক তথ্যের উপর বিশ্বাস রাখুন। সব কিছু জেনে তবে বিনিয়োগ করুন। এশিয়ানেট নিউজ বাংলা তথ্যের কোনও বিকৃতি করে না। আজ বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে দেখে নিন কোন ফান্ড সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ কত রিটার্ন দিতে পারল বিনিয়োগকারীদের।

Related Video