
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা : মাত্র দু'কাপ চা বা ১টি সিগারেট আর ১ কাপ চায়ের দামে কিনতে পারবেন এই বিমা। দেশের যেকোনো নাগরিক এই বিমা নিতে পারবেন। এই যোজনাটি সরকার পরিচালিত।
চা-সিগারেটের নেশা মাসের বাজেট আর স্বাস্থ্য দুটোই নষ্ট করে, সেটা ছেড়ে আপনি বিমা নিতে পারেন। এর ফলে দুটো ভালো কাজ হবে - এক, চা-সিগারেট ছেড়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আর দুই, আপনার পরিবার আর্থিক সুরক্ষা পাবে।
আজ আমরা আপনাদের এমন একটি বিমা যোজনার কথা বলছি, যা খুব কম প্রিমিয়ামে আর্থিক সুরক্ষা দেয়। মাত্র দু'কাপ চা বা ১টি সিগারেট আর ১ কাপ চায়ের দামে কিনতে পারবেন এই বিমা। দেশের যেকোনো নাগরিক এই বিমা নিতে পারবেন। এই যোজনাটি সরকার পরিচালিত এবং এই যোজনার নাম - প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY)।
মাত্র ২ কাপ চায়ের দামে প্রিমিয়াম
কেন্দ্র সরকার পরিচালিত এই যোজনার লক্ষ্য আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে আর্থিক শক্তিশালী করা এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। এই যোজনা দুর্ঘটনার সময় সাহায্য করে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) -এর প্রিমিয়াম মাত্র ২০ টাকা বার্ষিক, মানে ২ কাপ চা বা ১টি সিগারেট আর ১ কাপ চায়ের দামে কিনতে পারবেন এই বিমা। এই যোজনায় আপনি প্রতি মাসে ২ টাকা করে প্রিমিয়াম জমা করতে পারেন।
কী এই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা?
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা চালু হয়েছিল ৯ মে ২০১৫ সালে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) -এর আওতায় মাত্র ২০ টাকা বার্ষিক প্রিমিয়ামে ২ লাখ টাকার দুর্ঘটনা বিমা পেতে পারেন। এই যোজনায় প্রতি বছর এই টাকা আপনার আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়।
বিমার বিশেষ সুবিধা
যদি বিমাগ্রহীতার দুর্ঘটনায় সম্পূর্ণ অঙ্গহানি হয়, তাহলে ২ লাখ টাকা বিমা কভার হিসেবে পাবেন।
আংশিক দুর্ঘটনায় ১ লাখ টাকা দেওয়া হয়। আপনাকে এই বিমা প্রতি বছর নবায়ন করতে হবে।
বিমাগ্রহীতার মৃত্যু হলে পরিবারকে এই টাকা দেওয়া হয়।
কে কে এই সুবিধা পেতে পারেন?
১৮ থেকে ৭০ বছর বয়সী যে কেউ এই সুরক্ষা বিমা যোজনার সুবিধা নিতে পারবেন। ৭০ বছর বয়স হলে এই পলিসি আপনাআপনি বন্ধ হয়ে যাবে।
শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই সুরক্ষা বিমা যোজনার সুবিধা পাবেন।
আবেদনকারীর যেকোনো ব্যাঙ্কে একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যা আধারের সাথে লিঙ্ক করা থাকবে।
কোনো কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে এই পলিসিও বন্ধ হয়ে যাবে।
পলিসি কভারের মেয়াদ ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত।
আবেদন করবেন কীভাবে?
যদি আপনি এই বিমা যোজনার সুবিধা নিতে চান, তাহলে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকা ব্যাঙ্কে আবেদন করতে হবে। এই যোজনার সুবিধা নিতে আপনাকে ব্যাঙ্ক থেকে একটি ফর্ম দেওয়া হবে, সেটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে পারেন। এরপর আপনার সেভিংস অ্যাকাউন্ট খোলা হবে।