RBI Repo Rate Cut Alert : বড় স্বস্তি দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক ফের রেপো রেট কমালো। ফেব্রুয়ারির পর এপ্রিল, টানা দুবার রেপো রেট কমালো আরবিআই।
পর পর দুবার রেপো রেট ০.২৫ করে কমেছে। ফলে রেপো রেট ৬.৫০ শতাংশ থেকে ৬ শতাংশে নেমে এসেছে।
৫ বছর পর রেপো রেট ০.৫০ শতাংশ কমায়, এবার সস্তা হতে পারে ঋণ, কমতে পারে লোনের ইএমআই-ও।
৯ এপ্রিল বুধবার সকালে নতুন আর্থিক বছরের প্রথম আরবিআই এর মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওযা হয়।
রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর সঞ্জয় মালহোত্রা মুদ্রানীতি কমিটির সিদ্ধানেতর কথা ঘোষণা করেন।
রেপো রেট কমানোর ফলে ব্যাঙ্কগুলি বাড়ি-গাড়ির ঋণে সুদের হার কমাতে পারে।
রেপো রেট কমার প্রভাবে আবাসন শিল্প এবং গাড়ি শিল্পে সরাসরি সুফল মিলতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
মুদ্রাস্ফিতীর বিরুদ্ধে লড়াই করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক দেশের অর্থনীতিতে টাকার প্রবাহ কমাতে রেপো রেট বাড়ায়।
পাশাপাশি আর্থিক মন্দার আশঙ্কায় টাকার প্রবাহ বাড়ানোর জন্য রেপো রেট কমানের সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্কের ৬ সদস্যের মুদ্রা নীতি কমিটি
Deblina Dey