18
জরুরি অর্থের প্রয়োজনে সাধারণ মানুষ ব্যাংকের উপর নির্ভর করে
অনেকেই ব্যাংকে অ্যাকাউন্ট রাখেন। বাড়ি, গাড়ি, শিক্ষা ইত্যাদির জন্য ব্যাংক থেকে ঋণ নেন। গয়না বন্ধক রেখে ঋণ নেওয়া একটি প্রচলিত রীতি।
Subscribe to get breaking news alertsSubscribe 28
ঋণগ্রহীতারা গয়নার মূল্যের ৮৫% পর্যন্ত ঋণ পান
এক বছরের মধ্যে সুদসহ আসল পরিশোধ করে গয়না ছাড়িয়ে নিতে পারেন। কিন্তু অনেক দরিদ্র মানুষ এক বছরের মধ্যে গয়না ছাড়াতে পারেন না।
38
আসল পরিশোধ না করায় ব্যাংক গয়না পুনঃবন্ধক হিসেবে রাখে
মূল্যায়ন ও লেনদেনের অতিরিক্ত খরচও নেওয়া হয়। সুদসহ সম্পূর্ণ আসল পরিশোধের পর গয়না ফেরত দেওয়া হয়।
48
এখন, সোনার ঋণ পুনঃবন্ধকীকরণে আরবিআই নতুন নিয়ম করেছে
এতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। পুনঃবন্ধকের জন্য শুধু সুদ দিলে হবে না, আসলও দিতে হবে।
58
সব ব্যাংক এই নিয়ম চালু করেছে
পুনঃবন্ধকের জন্য আসলসহ সুদ দিতে হচ্ছে। অনেকে অন্য জায়গা থেকে ঋণ নিয়ে আসল পরিশোধ করছেন। আসল দিতে না পারলে গয়না ছাড়াতে পারছেন না।
68
এই নিয়মের ফলে সুদের ব্যবসায়ীদের সুবিধা হচ্ছে
অনেকে সুদের উপর ঋণ নিয়ে গয়না পুনঃবন্ধক রাখছেন। এতে তাদের অতিরিক্ত সুদ দিতে হচ্ছে।
78
এই নিয়মে ব্যাংকেরও লাভ হবে না
শুধু জিএসটি আয়কর বাড়বে। সাধারণ মানুষের কোন লাভ হবে না, বরং সমস্যা বাড়বে। ধনীদেরই লাভ হবে।
88
আরবিআই-এর নিয়ম পুনর্বিবেচনা করা উচিত
অনলাইন লেনদেনকে উৎসাহিত করার পরেও নগদ টাকা জমা দেওয়ার নিয়মে মানুষের অসুবিধা হচ্ছে।