আরবিআইয়ের নতুন খসড়া অনুযায়ী, ঋণের মেয়াদ শেষ হওয়ার আগে ঋণ শোধ করলে আর কোনও জরিমানা দিতে হবে না। এই নিয়ম ব্যক্তি এবং এমএসএমই উভয়ের জন্যই প্রযোজ্য হবে। এই নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে আরবিআই বিভিন্ন স্টেকহোল্ডারদের থেকে মতামত সংগ্রহ করবে।
ব্যাঙ্ক বা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে এতদিন পর্যন্ত ঋণের মেয়াদের আগে তা শোধ করতে চাইলে গ্রাহকদের দিতে হত ফোরক্লোজার চার্জ।
210
ফ্লোটিং রেটের ঋণ নিয়ে থাকলে তা আগে আগে শোধের জন্য এই প্রি পেমেন্ট চার্জ দিতে হত গ্রাহককে।
310
শীঘ্রই বদল হচ্ছে এই নিয়ম। এবার থেকে চাইলেই সময়ের আগে ঋণ শোধ করতে পারবেন।
410
এবার থেকে ঋণ আগে শোধের জন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যাঙ্ক গ্রাহকদের থেকে কোনও রকম জরিমানা কাটতে পারবে না, কোনও বাড়তি চার্জ নিতে পারবে না।
510
এমএসএম-ই প্রতিষ্ঠানগুলোর জন্যও এখন থেকে এই নিয়ম চালু হতে চলেছে। ব্যাঙ্কিং নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে প্রস্তাবসূচক একটি খসড়া প্রস্তুত করেছে।
610
খসড়ার নিরিখে আগামী ২১ মার্চ ২০২৫ পর্যন্ত স্টেকহোল্ডারদের থেকে মতামত ও পরামর্শ নেওয়া হবে RBI থেকে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
710
RBI অধীনস্থ সমস্ত ঋণদাতারা, কোনও পরিস্থিতিতে গ্রাহকের ঋণের আগাম শোধের জন্য কোনও চার্জ আদায় করতে পারবে না।
810
বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান বা সংস্থা ফ্লোটিং রেটের টার্ম লোনের প্রি পেমেন্টের ক্ষেত্রে বাড়তি চার্জ নিতে পারে না।
910
ব্যবসা ছাড়া অন্য় কোনও খাতে ঋণ নিয়ে থাকলে আগাম শোধের জন্য কোনও চার্জ কাটার নিয়ম নেই আপাতত।
1010
টায়ার ১ ও টায়ার ২ সরকারি ব্যাঙ্ক, কিছু এনবিএফসির থেকে কোনও ব্যক্তি বা এমএসএমই গ্রুপ ব্যবসায়িক উদ্দেশ্যে নেওয়া ঋণে জরিমানা ধার্য করতে পারবে না।