- Home
- Business News
- Other Business
- আজ থেকে বদল আসছে UPI লেনদেনের নিয়মে, এই কাজ না করলে পড়তে পারেন বিপদে
আজ থেকে বদল আসছে UPI লেনদেনের নিয়মে, এই কাজ না করলে পড়তে পারেন বিপদে
UPI লেনদেনের সীমা বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগ, বিমা, ভ্রমণ বুকিং সহ বিভিন্ন ক্ষেত্রে লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। এই নতুন নিয়ম ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

চলতি বছরের অগাস্টের শুরুতে বদলে যাবে UPI -র নিয়ম। অনেক পরিবর্তন আনা হয়েছিল। একই সঙ্গে এখন আবার আরও বড় বদল এল UPI লেনদেনে। ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে এই নিয়ম। যারা জিপে, ফোন পে ব্যবহার করেন, সকলে এই নিয়ম মেনে চলুন।
এবার লেনদেনের সীমা বাড়ানোর ঘোষণা করা হয়ছে। আসলে এবার ন্যাশনাল পেমেন্টস অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস UPI লেনদেনের মাধ্যমে বড় ডিজিটাল পেমেন্ট করতে চলেছে। আজ থেকে বাড়ল সীমা।
এই নতুন পরিবর্তনগুলো বিশেষ করে ব্যক্তি থেকে ব্যবসায়ীদের মধ্যে লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সহজ কথায়, যদি কেউ বিমা প্রমিয়াম পরিশোধ করেন, ঋণ ইএমআই পরিশোধ করেন বা বাজারে বিনিয়োগ করেন, তবে ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেনের সীমা অর্থাৎ পরিবার বা বন্ধুদের কাছ টাকা পাঠানোর সীমা আগের মতো ১ লাখ টাকা থাকবে।
বিনিয়োগ ও বিমার ক্ষেত্রে প্রতি লেনদেন ২ লাখ টাকার পরিবর্তে ৫ লক্ষ টাকা করা হল। ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। তেমনই ভ্রমণ বুকিং-র ক্ষেত্রে ১ লক্ষ টাকার পরিবর্তে প্রতি লেনদেন ৫ লক্ষ টাকা দেওয়া যাবে। সরকারি ই মার্কেটপ্লেস এবং করল প্রদানের সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হয়েছে।
ক্রেডিট কার্ড বিল প্রদানের ক্ষেত্রে একর থেকে ৫ লক্ষ টাকার পরিবর্তে ৬ লক্ষ টাকা করা হয়েছে। ঋণ এবং ইএমআই সংগ্রহের সীমা ৫ লক্ষ টাকা পরিবর্ত ১০ লক্ষ করা হয়েছে। গয়না ক্রয়ের ক্ষেত্রে ১ লক্ষ টাকার পরিবর্তে ২ লক্ষ টাকা করা হয়েছে। দৈনিক সর্বোচ্চ ৬ লক্ষ টাকা দেওয়া যাবে।
টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। ডিজিটাল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। তবে, এই সকল পরিবর্তন আজ ১৫ সেপ্টেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর হবে।

