- Home
- Business News
- Other Business
- ATM Cash Withdrawal: দরকার নেই এটিএম কার্ডের! এখন থেকে UPI QR কোড দিয়ে ক্যাশ তুলতে পারবেন?
ATM Cash Withdrawal: দরকার নেই এটিএম কার্ডের! এখন থেকে UPI QR কোড দিয়ে ক্যাশ তুলতে পারবেন?
Cash Withdrawal: ইউপিআই পেমেন্ট বাড়লেও, এখনও এমন অনেকে আছেন যারা নগদ টাকা তোলেন। এবার নগদ টাকা তোলার জন্যও ইউপিআই পরিষেবা আসতে চলেছে। এই বিষয়ে সম্পূর্ণ তথ্য এখন জেনে নেওয়া যাক।

এটিএম ছাড়া টাকা তোলার উপায়
স্মার্টফোনের মাধ্যমে ক্যাশ তোলা সহজ করতে NPCI নতুন পরিকল্পনা করছে। দেশজুড়ে ২০ লক্ষের বেশি বিজনেস করেসপন্ডেন্ট (BC) সেন্টার আসছে, যেখানে UPI দিয়ে সরাসরি টাকা তোলা যাবে।
লেনদেন প্রতি ১০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে
বর্তমানে কিছু ATM এবং দোকানে UPI দিয়ে টাকা তোলা যায়। শহরে ১,০০০ ও গ্রামে ২,০০০ টাকার সীমা আছে। নতুন এই কেন্দ্রগুলিতে লেনদেন প্রতি ১০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে।
আধার বা ডেবিট কার্ড দিয়ে টাকা তোলা হত
ব্যাঙ্ক বা ATM বিহীন এলাকায় পরিষেবা দেন বিজনেস করেসপন্ডেন্টরা। তারা দোকানদার বা ব্যক্তি হতে পারেন। আগে এদের মাধ্যমে আধার বা ডেবিট কার্ড দিয়ে টাকা তোলা হত।
ব্যাঙ্কে না গিয়ে ক্যাশ তোলা
নতুন ব্যবস্থায়, প্রতিটি BC কেন্দ্রকে একটি UPI QR কোড দেওয়া হবে। গ্রাহকরা UPI অ্যাপ দিয়ে কোড স্ক্যান করে ক্যাশ নিতে পারবেন। ডেবিট কার্ড বা ফিঙ্গার প্রিন্টের কোনও প্রয়োজন নেই।
লক্ষ লক্ষ গ্রাহক উপকৃত হবেন বলেই মনে করছে এনপিসিআই
যাদের আঙুলের ছাপে টাকা তুলতে বা ডেবিট কার্ড ব্যবহারে সমস্যা হয় এবং ATM বিহীন এলাকার বাসিন্দাদের জন্য এটি সহায়ক। এই নতুন সুবিধায় লক্ষ লক্ষ গ্রাহক উপকৃত হবেন বলেই মনে করছে এনপিসিআই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

