'আমাদের জীবন আর আর্থিক অবস্থা খোলা বই', হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে বিবৃতি SEBI প্রধানের

সেবি প্রধান মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ হিন্ডেনবার্গ রিপোর্টকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তারা তাদের আর্থিক স্বচ্ছতার বিষয়ে জোর দিয়ে বলেছেন যে তাদের জীবন এবং আর্থিক লেনদেন সম্পূর্ণরূপে পরীক্ষা করার জন্য উন্মুক্ত।

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)র প্রধান এতদিন পরে হিন্ডেনবার্গ গবেষণা রিপোর্ট নিয়ে মন্তব্য করলেন। তিনি হিন্ডেনবার্গ প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেন। গোটা রিপোর্টকেই তিনি অস্বীকার করেছেন। সিকিউরিটির অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার চেয়ারম্যান মাধবী পুরী বুচ ও তাঁর ধবল বুচ একটি বিবৃতি দিয়ে বলেছেন, সব অভিযোগ ভিত্তিহিন। তাদের চরিত্রহননের চেষ্টার জন্য এজাতীয় অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে বুচ দম্পতি বলেছেন, যাবতীয় অর্থিক তথ্য প্রকাশ্যে আনার বিষয়ে তাদের কোনও সমস্যা বা সংকোচ নেই। এমনকি তরা যখন কোনও সরকারি পদে ছিলেন না তখনকার যে কোনও তথ্যও যে কোনও সংস্থা খতিয়ে দেখতে পারেন। তারা আরও বলেছেন, তাদের জীবন আর তাদের অর্থিক অবস্থা খোলা বইয়ের মতই স্বচ্ছ্ব।

Latest Videos

একই সঙ্গে তারা হিন্ডেনবার্গ সংস্থাটিকেও নিশানা করেছেন। বলেছেন, 'সেবি যে হিন্ডেনবার্গ রিসার্চ বিভাগে পদক্ষেপ করেছিল ও যে শো-কজ নোটিশ পাঠিয়েছিল দুর্ভাগ্যজনকভাবে স সেই সংস্থাই তাদের চরিত্র হননের চেষ্টা করেছে। ' পূর্ণাঙ্গ স্বচ্ছতার সঙ্গে খুব তাড়াতাড়ি তারা এই বিষয়ে বিবৃতি পেশ করবেন বলেও জানিয়েছেন বুচ দম্পতি।

আদানি শিল্পগোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধানের! আমেরিকার বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের সাম্প্রতিক এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই জাতীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন শুরু হয়েছে। সেই বিষয় নিয়েই এবার খোলাখুলি বিবৃতি দিয়ে নিজেদের কথা জানালেন বুচ দম্পতি।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today