Share Market Investment: অস্থির বাজারেও অক্সিজেন দিচ্ছে এই মাল্টিব্যাগার ষ্টক! তিন মাসে ৩০০% দাম বৃদ্ধি?

Published : Apr 07, 2025, 01:53 PM IST
Share Market

সংক্ষিপ্ত

Share Market Investment: অস্থির সময়েও কিছুটা হয়ত স্বস্তি। কারণ, গত বছরের অক্টোবর মাস থেকে ভারতের শেয়ার বাজারে (Share Market) যে রক্তাক্ত অবস্থা তৈরি হয়েছিল, তা বজায় আছে চলতি বছরের শুরুতেও।

Share Market Investment: এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়েই, চলতি বছরের জানুয়ারি মাসে IPO-র মাধ্যমে স্টক মার্কেটে নাম লেখায় ফ্যাবটেক টেকনোলজিস (Fabtech Technologies)। ২০২৫ সালের ১০ জানুয়ারি, বোম্বে স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করা হয় এই সংস্থাটির (Share Market Investment)।

বর্তমানে আইপিও-র ইস্যু প্রাইসের তুলনায় এই সংস্থার শেয়ারের দাম এখন প্রায় ৩০০ শতাংশ বেশি। অর্থাৎ, গত তিন মাসে বাজারের এই কঠিন পরিস্থিতির মধ্যেই ক্রমাগত বেড়েছে এই সংস্থার স্টকের দাম। আর তা দেখেই এই নয়া মাল্টিব্যাগার স্টকটি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে (Stock Market news)।

প্রসঙ্গত, ফ্যাবটেক টেকনোলজিসের আইপিও-র ইস্যু প্রাইস ছিল ৮৫ টাকা। তবে লিস্টিংয়ের দিনই এটির দাম বেডে যায় প্রায় ৯০%। জানা যায়, ১৬১ টাকায় এই স্টকের লিস্টিং হয়েছিল। আর তারপর বাড়তে বাড়তে এই সংস্থার স্টকের দাম এখন ৩৫০ টাকা ছাড়িয়ে গেছিল। তাই ইস্যু প্রাইসের নিরিখে বিচার করলে মাত্র ৩ মাসের মধ্যেই ষ্টকটির দাম বেড়ে হয়েছে প্রায় ৩০০%।

এদিকে আবার কেলভিন এয়ার কন্ডিশনিং অ্যান্ড ভেন্টিলেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেডে নিজের মালিকানা অনেকটাই বাড়িয়ে নিয়েছে ফ্যাবটেক টেকনোলজিস। এক্ষেত্রে ৩৩% থেকে তা বাড়িয়ে ৫১% হয়ে গেছে। স্টক মার্কেটে লিস্টিংয়ের পর ফ্যাবটেকের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপই স্টকটির দাম বৃদ্ধির পক্ষে সহায়ক হয়েছে বলে মনে করছেন মার্কেট অ্যানালিস্টরা।

তাই আগামী দিনেও এই স্টকটি নিয়ে বেশ আশাবাদী তারা। তাই ভবিষ্যতে শেয়ার বাজারে লগ্নির পরিকল্পনা থাকলে নজর রাখতেই পারেন এই স্টকটির দিকে। মাত্র ৩ মাসের মধ্যেই ষ্টকটির দাম বেড়ে হয়েছে প্রায় ৩০০% (Share Market Investment)। ইস্যু প্রাইসের নিরিখে বিচার করলে তা সত্যি অনেকটাই।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এখানে এক টাকার বিনিময়ে সরকার দিচ্ছে জমি! নিয়ম এবং আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত
সোনু নিগমের স্মার্ট বিনিয়োগ! প্রত্যেক মাসে ১৯ লাখ নিশ্চিত আয়, যা প্রতি বছর ৫ শতাংশ বৃদ্ধি পাবে