শুরুটা ভালোই হয়েছিল কিন্তু সূচকের শেষটা মন্দ গেল! নভেম্বরের মাঝেও যেন অস্থির শেয়ার বাজার

Published : Nov 11, 2024, 06:36 PM ISTUpdated : Nov 11, 2024, 06:37 PM IST
Share Market Loss

সংক্ষিপ্ত

নভেম্বরের মাঝামাঝি সময় প্রায়। 

সপ্তাহের প্রথম কাজের দিনেই ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স। যদিও নিফটির গ্রাফ ছিল যা লগ্নিকারীদের হতাশা অনেকটাই বাড়িয়ে তুলেছে।

সোমবার, ১১ নভেম্বর বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় ০.০১২ শতাংশ। যা মোটামুটি ৯.৮৩ পয়েন্ট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় যে, ৭৯,৪৯৬.১৫ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেনসেক্স। দিনের শুরুতে যা ছিল ৭৯,২৯৮.৪৬। অন্যদিকে, দিনের মধ্যে সর্বোচ্চ ৮০ হাজার ১০২ পয়েন্টে ওঠে বিএসইর সেনসেক্স।

এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক ছিল অনেকটাই নিম্নমুখী। দিনের শেষে ২৪,১৪১.৩০ পয়েন্টে গিয়ে থেকে যায় নিফটি। এর ফলে, ০.০২৯ শতাংশ পতন দেখা গেছে। যা প্রায় ৬.৯০ পয়েন্ট। বাজার খোলার সময় নিফটি দাঁড়িয়েছিল ২৪ হাজার ৮৭ পয়েন্টে। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪ হাজার ৩৩৬ পয়েন্টে উঠেছিল এই সূচক। দুটি শেয়ার বাজার মিলিয়ে সোমবার, ১ হাজার ৪৪৬টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।

ওদিকে আবার দাম কমেছে ২ হাজার ৪৭৮টি স্টকের। আর ১১৬টি শেয়ার অপরিবর্তিত থেকেছে। নিফটিতে সর্বাধিক লাভ করেছেন পাওয়ার গ্রিড কর্পোরেশন, ট্রেন্ট, ইনফোসিস, এইচসিএল টেক এবং টেক মাহিন্দ্রার স্টকের লগ্নিকারীরা। এনএসসিতে সবচেয়ে খারাপ ফল করেছে এশিয়ান পেইন্টস, ব্রিটানিয়া, অ্যাপলো হাসপাতাল, সিপলা এবং ওএনজিসি।

এই সংস্থাগুলির শেয়ারের দাম অনেকটা পড়ে গেছে। ব্যাঙ্ক এবং তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির স্টকের দর বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ০.৬ ও এক শতাংশ। ওদিকে গাড়ি নির্মাণকারী, এফএমসিজি, স্বাস্থ্য, সংকর ধাতু, তেল এবং গ্যাস সহ মিডিয়া কোম্পানিগুলির শেয়ারের সূচক নেমে গেছে প্রায় ০.৫ থেকে এক শতাংশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ফের কমছে সুদের হার! কোথায় বিনিয়োগ করবেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩২
জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেই ২০২৬ থেকে মিলবে একাধিক সুবিধা! গ্রাহক হলে অবশ্যই জানুন