Gold Price: বুধবার কমে গেল সোনা-রুপোর দাম, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। বিগত মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

৯ অগাস্ট বুধবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৫০৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম ৪৪,০৪০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,০৫০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৫০,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৫০৫ টাকা

৮ গ্রাম - ৪৪,০৪০ টাকা

১০ গ্রাম - ৫৫,০৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৫০,৫০০ টাকা

অন্যদিকে, ৯ অগাস্ট ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৬,০০৬ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৮,০৪৮ টাকা। ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম, ৬০,০৬০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম ৬,০০,৬০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,০০৬ টাকা

৮ গ্রাম - ৪৮,০৪৮ টাকা

১০ গ্রাম - ৬০,০৬০ টাকা

১০০ গ্রাম - ৬,০০,৬০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম নীচের দিকে রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো বুধবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম: ৭৪ টাকা

৮ গ্রাম: ৫৯২ টাকা

১০ গ্রাম: ৭৪০ টাকা

১০০ গ্রাম: ৭,৪০০ টাকা

আরও পড়ুন-

Sex Toy: চরম যৌন সুখের আনন্দ পেতে ‘সেক্স টয়’-এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, জেনে নিন এর গুণাবলী
Weather News: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জোরালো প্রভাব, আবহাওয়া নিয়ে বুধবারের সতর্কতা কী?
Tips For Good Luck: বাড়িতে পূজাপাঠের ক্ষেত্রে ১০টি মারাত্মক ভুল অবশ্যই এড়িয়ে চলুন

Hymenoplasty: যৌন সঙ্গমে ভার্জিনিটি-র আনন্দ ফিরিয়ে আনতেই কি হাইমেনোপ্লাস্টি-র দিকে ঝুঁকছেন মহিলারা?

Share this article
click me!

Latest Videos

তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul