Gold Silver Price: মঙ্গলবারের পর বুধবার ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট

Published : May 10, 2023, 06:39 AM IST
gold price in noida

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১০ মে বুধবার প্রতি গ্রামে ১০ টাকা করে বেড়ে গেছে ২২ ক্যারট সোনার দাম। ১ গ্রামের দাম হয়েছে ৫,৬৭০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৭০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৫,৩৬০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বাড়তির দিকে। বুধবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬৭,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬৭০ টাকা

৮ গ্রাম - ৪৫,৩৬০ টাকা

১০ গ্রাম - ৫৬,৭০০ টাকা

১০০ গ্রাম - ৫,৬৭,০০০ টাকা

অন্যদিকে বুধবারে প্রতি গ্রামে ১০ টাকা করে দাম বেড়েছে ২৪ ক্যারট সোনারও। ১০ মে ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১৮৫ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৯,৪৮০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬১,৮৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বুধবার বেড়ে হয়েছে ৬,১৮,৫০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,১৮৫ টাকা

৮ গ্রাম - ৪৯,৪৮০ টাকা

১০ গ্রাম - ৬১,৮৫০ টাকা

১০০ গ্রাম - ৬,১৮,৫০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দাম বাড়লেও গতকালের তুলনায় একই আছে রুপোর দর। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো বুধবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৮.১০ টাকা

৮ গ্রাম - ৬২৪.৮০ টাকা

১০ গ্রাম - ৭৮১ টাকা

১০০ গ্রাম - ৭,৮১০ টাকা

আরও পড়ুন -

রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে বীরভূম-সংযোগ শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ‘বেনোজল’-দের দিলেন বের করে দেওয়ার হুঁশিয়ারি
প্রবল অর্থনৈতিক ধসের ওপর দেশ জুড়ে চাকরির হাহাকার, শিক্ষিত তরুণদের নিয়ে বিপদে পাকিস্তান

‘আমি এগুলো পছন্দ করি না’, মহিলা দর্শকের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ অরিজিৎ সিং, দেখুন সেই ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

ইন্ডিগোর আকাশে দুর্যোগ, DGCA-র কড়া হাতে রাশ! ৫% ফ্লাইট কমানোর সিদ্ধান্ত
ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত