Gold Silver Price: শুক্রবার আরও কমল সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

Web Desk - ANB | Published : Jun 16, 2023 1:29 AM IST

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১৬ জুন শুক্রবার ২২ ক্যারট সোনার দাম কমে গেছে প্রতি গ্রামে ৩৫ টাকা করে। ১ গ্রামের দাম হয়েছে ৫,৪৭০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৩,৭৬০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,৭০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ কমে গিয়েছে। শুক্রবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৪৭,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৪৭০ টাকা

৮ গ্রাম - ৪৩,৭৬০ টাকা

১০ গ্রাম - ৫৪,৭০০ টাকা

১০০ গ্রাম - ৫,৪৭,০০০ টাকা

অন্যদিকে ১৬ জুন তারিখে ২৪ ক্যারট সোনার দাম কমে গেছে প্রতি গ্রামে ৩৮ টাকা করে। সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,৯৬৭ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৭,৭৩৬ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫৯,৬৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শুক্রবার কমে হয়েছে ৫,৯৬,৭০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৯৬৭ টাকা

৮ গ্রাম - ৪৭,৭৩৬ টাকা

১০ গ্রাম - ৫৯,৬৭০ টাকা

১০০ গ্রাম - ৫,৯৬,৭০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও রয়েছে কমতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শুক্রবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৩.১০ টাকা

৮ গ্রাম - ৫৮৪.৮০ টাকা

১০ গ্রাম - ৭৩১ টাকা

১০০ গ্রাম - ৭,৩১০ টাকা

আরও পড়ুন -

টুইটারে এলন মাস্কের জায়গায় দায়িত্ব নিলেন লিন্ডা ইয়াকারিনো, টুইটারকে 'সবচেয়ে সঠিক রিয়েল-টাইম খবরের উৎস' করে তোলার আশ্বাস
Nigeria Boat Accident: ৩০০ জন যাত্রী সমেত দুমড়েমুচড়ে উলটে গেল বিশাল নৌকো, নাইজেরিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা

India Bangladesh: মোদী থেকে মমতা, সকলের জন্য আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Read more Articles on
Share this article
click me!