সংক্ষিপ্ত

ঘোষিত তারিখের আগেই টুইটারে যুক্ত হয়ে নিজের কাজ শুরু করে দিয়েছেন লিন্ডা ইয়াকারিনো। কাজ শুরুর পরেই সংস্থার উন্নতির পথে বিশেষ বার্তা দিলেন তিনি। 

২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলার, অর্থাৎ, প্রায় ৩৬ হাজার ২৬৮ কোটি ৯৭ লক্ষ টাকা দিয়ে মাইক্রোব্লগিং সংস্থা টুইটারকে কিনে নিয়েছিলেন ধনকুবের ব্যবসায়ী এলন মাস্ক। কিন্তু, এই সংস্থায় নেতৃত্ব দেওয়ার জন্য কাউকে খুঁজে বের করা নিয়ে বেশ চাপের মধ্যে ছিলেন তিনি। নিজের অন্যান্য ব্যবসা যেমন, বৈদ্যুতিক গাড়ি নির্মাণ সংস্থা ‘টেসলা’ এবং রকেট ফার্ম ‘স্পেসএক্স’ ইত্যাদিতে মনোনিবেশ করতে বেশ সমস্যা হচ্ছিল তাঁর। এরপর ২০২৩ সালের ১২ মে তারিখে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক ঘোষণা করেছিলেন যে, আগামী ছয় সপ্তাহের মধ্যে টুইটারের প্রধান কার্যনির্বাহী হিসাবে নিযুক্ত হবেন লিন্ডা ইয়াকারিনো। ঘোষিত তারিখের আগেই টুইটারে যুক্ত হয়ে নিজের কাজ শুরু করে দিয়েছেন লিন্ডা ইয়াকারিনো। কাজ শুরুর পরেই সংস্থার উন্নতির পথে বিশেষ বার্তা দিলেন তিনি।

সোশ্যাল মিডিয়া সংস্থা ‘টুইটার’-এর নতুন ‘বস’ হয়ে এসেছেন লিন্ডা ইয়াকারিনো। এক সপ্তাহ আগে এলন মাস্কের কাছ থেকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন তিনি। এবার টুইটার-এর পর ‘টুইটার 2.0’ নির্মাণ করার জন্য নিজের পরিকল্পনার রূপরেখা দিয়েছেন লিন্ডা।

তিনি জানিয়েছেন যে, সংস্থাটি ‘বিশ্বের সবচেয়ে নির্ভুল রিয়েল-টাইম তথ্যের উৎস হতে চলেছে’। ২০২২ সালে এলন মাস্ক টুইটার কেনার পর থেকে, ভুল তথ্য মোকাবিলা করার পদ্ধতির জন্য বারবার সমালোচনায় পড়তে হয়েছে টুইটারকে। গত মাসে, কোম্পানিটি একেবারে মানুষের বিশ্বাস এবং নিরাপত্তার সীমা ছাড়িয়ে গিয়েছে। বিশ্বাসযোগ্যতা হারিয়ে EU এর Disinformation Code থেকে বেরিয়ে গেছে। এরপরেই সংস্থার হাল ধরেছেন লিন্ডা ইয়াকারিনো। সমস্ত কর্মচারীদের ইমেল করে তিনি জানিয়ে দিয়েছেন যে, টুইটারকে অবশ্যই ‘গ্লোবাল টাউন স্কোয়ার’-এ রূপান্তরিত করতে হবে।

তিনি জানিয়ে দিয়েছেন যে, এটি সব ধরনের তথ্যের খোলামেলা আদান-প্রদানের মাধ্যমে সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে মুক্ত আলোচনা করবে।

আরও পড়ুন-

Nigeria Boat Accident: ৩০০ জন যাত্রী সমেত দুমড়েমুচড়ে উলটে গেল বিশাল নৌকো, নাইজেরিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা
India Bangladesh: মোদী থেকে মমতা, সকলের জন্য আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Cyclone Biparjoy: প্রবল জলোচ্ছ্বাসের পূর্বাভাস, কেটে যাবে বিদ্যুৎ সংযোগ, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে ভয়াবহ সতর্কতা