SIP highest return: প্রতি মাসে ১০ হাজার টাকা জমিয়ে ৯ কোটির রিটার্ন? বাজার কাঁপানো এসআইপি

Published : Jun 16, 2025, 03:18 PM ISTUpdated : Jun 16, 2025, 07:05 PM IST

SIP highest return:আজকাল প্রচুর মানুষ SIP-তে বিনিয়োগ করে থাকেন। তার কারণ, ব্যাপক মুনাফা লাভ (sip investment)। 

PREV
112
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য অনেকেই আজকাল মিউচুয়াল ফান্ডকে ভীষণ গুরুত্ব দেন

আসলে লম্বা টার্মে অনেক বেশি পরিমাণ রিটার্ন পাওয়া যায় এবং নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগের মাধ্যমে যা বেশিরভাগ সময়ে মুদ্রাস্ফীতিকেও ছাড়িয়ে যায় (sip investment plan)। 

212
বাজারে একাধিক মিউচুয়াল ফান্ড রয়েছে, যেগুলিতে বিনিয়োগ করে বিপুল রিটার্ন মিলেছে

সেইরকমই একটি ফান্ড হল আইসিআইসিআই প্রুডেনশিয়াল মাল্টিক্যাপ ফান্ড (ICICI Prudential Multicap Fund)। 

412
এই ফান্ডটি আসলে হাউজের সবথেকে পুরনো একটি স্কিম

যেটি চালু হয়েছিল গত ১৯৯৪ সালের অক্টোবর মাস থেকে।

512
এই ফান্ডটি বিনিয়োগকারীদের বিশাল রিটার্ন দিয়েছে

কেউ যদি ৩০ বছর আগে, ১০ হাজার টাকা করে প্রতি মাসে এই ফান্ডে এসআইপি করতেন, তাহলে সেই ফান্ডের মূল্য বর্তমানে গিয়ে দাঁড়াত ৯.৮ কোটি টাকা (sip investment high return)।

612
কেউ যদি এই স্কিমটি শুরুর সময়ে ইনভেস্ট করতেন

অর্থাৎ, ১৯৯৪ সালের অক্টোবর মাসে এই ফান্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে, আজ তা প্রায় ৭৯ লক্ষ টাকা হয়ে যেত।

712
এটি মূলত একটি মাল্টিক্যাপ ফান্ড

যার অর্থ হল, এই ফান্ডে বিনিয়োগ করা টাকা লার্জক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপ সংস্থাগুলিতে ইনভেস্ট হয়ে থাকে। 

812
সময়ের সঙ্গে সঙ্গে ক্যাপিটাল গ্রোথ অর্জন করাই হল এই ফান্ডের প্রধান লক্ষ্য

পরিসংখ্যান বলছে, এই ফান্ড বিনিয়োগকারীদের কোনও সময়ই হতাশ করেনি।

912
ফান্ডটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বর্তমানে প্রায় ১৫,০৯৫ কোটি টাকা

অন্যদিকে, এটির ব্যয় অনুপাত মোট ১.৭৪%। যা ক্যাটাগরি অ্যাভারেজে ১.৯৬ শতাংশের থেকে কিছুটা কম। 

1012
অন্যদিকে, এটি নিফটি ৫০০ মাল্টিক্যাপ ৫০:২৫:২৫ TRAI বেঞ্চমার্ককে অনুসরণ করে থাকে

রিটার্ন কত দিয়েছে? 

1112
২৫.৩৮% বার্ষিক হারে রিটার্ন

তিন বছরের হিসেবে, আইসিআইসিআই প্রুডেনশিয়াল মাল্টিক্যাপ ফান্ড ২৫.৩৮% বার্ষিক হারে রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরে রিটার্ন এসেছে ২৬.৭৮% হারে। অন্যদিকে, ১০ বছরের রিটার্ন ১৫.১০% এবং ২০ বছরের রিটার্ন এসেছে ১৬.২৪%। 

1212
এই ফান্ডের পোর্টফোলিওতে কোন কোন স্টক রয়েছে?

আইসিআইসিআই ব্যাঙ্ক, রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, সান ফার্মা, হিন্দুস্তান ইউনিলিভার, ইনফোসিস, এনটিপিসি এবং এসবিআই-এর মত বড় বড় সংস্থার শেয়ার রয়েছে। তাই এই ফান্ডে বিনিয়োগ করা টাকার ৩১.৬৯% রয়েছে এই সমস্ত স্টকগুলিতে। মোট ১০৪টি সংস্থার শেয়ারে বিনিয়োগ করা রয়েছে এই মাল্টিক্যাপ ফান্ডটি থেকে।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories