- Home
- Business News
- Other Business
- SIP Investment High Return: মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেই কোটপতি! এও কি সম্ভব?
SIP Investment High Return: মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেই কোটপতি! এও কি সম্ভব?
SIP Investment High Return: প্রতি মাসে সামান্য পরিমাণ কিছু টাকা নিয়ম করে জমাতে পারলেই খুব তাড়াতাড়ি কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে (sip investment)।

অর্থাৎ, বিপুল অঙ্কের টাকার মুখ দেখতে পাবেন বিনিয়োগকারীর
কিন্তু কীভাবে? তাই সেই পদ্ধতিটা জানা ভীষণ জরুরি (important)।
কোনও বিনিয়োগকারী যদি প্রতি মাসে মাত্র ৫ হাজার টাকা কোনও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন
আর যদি ধরে নেওয়া হয় যে, ওই মিউচুয়াল ফান্ডের রিটার্ন বছরে ১২% (sip highest return fund)।
কারণ, নিফটি ৫০ বা সেনসেক্সের মতো সূচক বছরে গড়ে ১২ শতাংশের কাছাকাছি রিটার্ন দিয়ে থাকে সাধারণত
এবার ওই মাসিক ৫ হাজার টাকা বিনিয়োগকারী, মাত্র কয়েক বছরের মধ্যেই কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন।
আসলে SIP মানে হল, Systematic Investment Plan
তাই বিনিয়োগকারীকে প্রতি বছর ওই ৫ হাজার টাকাকে ১০% হারে বৃদ্ধি করতে হবে (sip crorepati calculator)।
অর্থাৎ, প্রথম বছর যদি প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেন ঐ বিনিয়োগকারী
তাহলে দ্বিতীয় বছর ওই টাকার অঙ্ক ১০% বৃদ্ধি করে অন্তত ৫ হাজার ৫০০ টাকা করে দিতে হবে প্রতি মাসে।
যদি এইভাবে বিনিয়োগ চলতে থাকে
সেক্ষেত্রে ৫ বছরে বিনিয়োগের অঙ্ক গিয়ে দাঁড়াবে ৩ লক্ষ ৬৬ হাজার টাকা। সেইসঙ্গে, তার উপর রিটার্ন আসবে ১ লক্ষ ১৮ হাজার টাকার মতো।
সেই একই SIP যদি একই নিয়মে আরও ৫ বছর চলতে থাকে
তাহলে ১০ বছরের শেষে, মোট বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াবে মোট ৯ লক্ষ ৫৬ হাজার টাকা। আর রিটার্ন ধরলে, সেই রিটার্ন গিয়ে পৌঁছবে ১৬ লক্ষ ৩৪ হাজার টাকারও বেশি অঙ্কে (if i invest 5000 in mutual funds for 10 years)।
যদি সেই একইভাবে আরও ৫ বছর ঐ একই এসআইপি চালিয়ে নেওয়া যায়
তাহলে ১৫ বছর পর, বিনিয়োগ গিয়ে দাঁড়াবে ১৯ লক্ষ টাকার কিছুটা বেশি। আর বছরে ১২% হারে রিটার্ন পাওয়া গেলে মোট টাকার অঙ্ক গিয়ে দাঁড়াবে ৪১ লক্ষ টাকার কাছাকাছি (sip se crorepati kaise bane)।
সেই এসআইপি যখন ২০ বছর পেরোবে, তখন রিটার্নকে সঙ্গী করে মোট টাকার অঙ্ক হবে প্রায় ১ কোটি
তারপর আর মাত্র ৬ মাস টেনে দিতে পারলেই, ঠিক ২০ বছর ৬ মাসের মাথায় ওই এসআইপির মোট মূল্য গিয়ে দাঁড়াবে ১ কোটি ৬৭ হাজার টাকাতে।
অর্থাৎ, ২০ বছর ৬ মাস যদি কেউ একইভাবে বিনিয়োগ করে যেতে পারেন
তাহলে তিনি কোটিপতি হবেন অবশ্যই। তবে শুরুটা হতে পারে মাত্র ৫ হাজার টাকা দিয়েই।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

