SSY Scheme: ঘরে রয়েছে কন্যাসন্তান? আজই অ্যাকাউন্ট খুলুন পোস্ট অফিসের এই স্কীমে

Published : Apr 28, 2025, 07:29 PM IST

সুকন্যা সমৃদ্ধি যোজনা: মেয়েদের জন্য কেন্দ্র সরকার ২০15 সালের জানুয়ারিতে সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু করে। বর্তমানে এতে ৮.২% সুদ পাওয়া যাচ্ছে।        

PREV
17
SSY-তে মেয়ের পড়াশোনা-বিয়ের জন্য জমা করুন মোটা টাকা

সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পে মেয়ের নামে টাকা জমা করে তার পড়াশোনা এবং বিয়ের জন্য মোটা টাকা জোগাড় করা যায়।

27
সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১০ বছরের কম বয়সী মেয়েদের অ্যাকাউন্ট খুলুন

সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১০ বছরের কম বয়সী মেয়েদের অ্যাকাউন্ট তাদের বাবা-মায়ের নামে খোলা হয়। একটি পরিবারে সর্বোচ্চ দুই মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খোলা যায়। যমজ বা তিন কন্যা সন্তানের জন্মের ক্ষেত্রে দুই এর বেশি অ্যাকাউন্টও খোলা যায়।

37
পোস্ট অফিস বা ব্যাংকে SSY অ্যাকাউন্ট খুলুন

সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে পোস্ট অফিস বা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায়। মেয়ের ২১ বছর বয়স হলে বা বিয়ে হলে অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাবে এবং সম্পূর্ণ টাকা সুদসহ পাওয়া যাবে।

47
১৮ বছর বয়সের পর টাকা তোলা যাবে

সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে ১৮ বছর বয়সের পর মেয়ের উচ্চশিক্ষার জন্য ৫০% পর্যন্ত টাকা তোলা যায়। বিয়ের সময়ও টাকা তোলা যায়। তাহলে আর দেরি কেন? আজই আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে খুলে ফেলুন সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট। 

57
SSY-তে ন্যূনতম বিনিয়োগ কত?

সুকন্যা সমৃদ্ধি যোজনায় ন্যূনতম বিনিয়োগ ২৫০ টাকা বার্ষিক। এই প্রকল্পে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। শুধু তাই নয়, এককালীন যখন আপনি এই টাকা তুলবেন সেই সময় হাতে মিলবে সদু সমেত মোটা টাকা। 

67
মাসে ২০০০ টাকা জমা করলে কত টাকা পাবেন?

সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১৫ বছর পর্যন্ত টাকা জমা করতে হয়। যদি কেউ মেয়ের নামে প্রতি মাসে ২০০০ টাকা জমা করেন, তাহলে তার মোট জমা ৩.৬০ লাখ টাকা। এর উপর পাবেন ইন্টারেস্টও। 

77
ম্যাচিওরিটিতে সুদসহ মিলবে বিশাল অঙ্কের টাকা

এই টাকার উপর চক্রবৃদ্ধি সুদের হিসেবে গণনা করলে, ২১ বছর পর ৭,৪৮,৪১২ টাকা সুদ পাবেন। অর্থাৎ ম্যাচিওরিটিতে মোট ১১,০৮,৪১২ টাকা পাবেন।

click me!

Recommended Stories