এই গাড়িগুলির দামে মিলবে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়! এখনই লুফে নিন অফারগুলি

Published : Dec 01, 2023, 06:34 PM IST
Car Price

সংক্ষিপ্ত

বিশেষজ্ঞরা বলছেন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে ৩১ ডিসেম্বরের আগেই কিনে ফেলা ভাল। তাহলেই বেঁচে যাবে অনেকগুলো টাকা। কোন কোন গাড়িতে ছাড় পাচ্ছেন গ্রাহকরা?

দারুণ দামের দারুণ অফার। আপনার মনের মত গাড়ি পেয়ে যাবেন দারুণ ছাড়ে। সামনেই বড়দিন। তার আগে লোভনীয় ছাড়ের সুযোগ নিয়ে বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের গাড়ি। একাধিক গাড়ি কোম্পানি দিচ্ছে অফার। সেগুলো কাজে লাগালে এই গাড়িগুলির দামে গ্রাহকরা পেয়ে যেতে পারেন প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত ছাড়।

তাই বিশেষজ্ঞরা বলছেন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে ৩১ ডিসেম্বরের আগেই কিনে ফেলা ভাল। তাহলেই বেঁচে যাবে অনেকগুলো টাকা। কোন কোন গাড়িতে ছাড় পাচ্ছেন গ্রাহকরা? এবার দেখে নিন তার তালিকা।

Mahindra XUV400: Mahindra XUV400-তে চলছে বছরের শেষ অফার। এই অফার ধামাকাদার বটেই। কোম্পানি তাদের বৈদ্যুতিক এসইউভি-এর আপডেট মডেলে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। পুরনো মডেলও কেনা যায়। তাতে ৩.৫ লাখ টাকা ছাড় পাওয়া যাবে। এই ইলেকট্রিক এসইউভি-র দাম শুরু হচ্ছে ১৫.৯৯ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে।

Citroen C3 SUV: ডিসেম্বরে এই গাড়ি কিনলে ৯৯ হাজার টাকা বেঁচে যাবে। বিশেষজ্ঞরা বলছেন ভারতের অন্যতম সাশ্রয়ী মূল্যের গাড়ি হতে চলেছে এটি। যাই হোক, Citroen C3 SUV-এর দাম ৬.১৬ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে শুরু হচ্ছে। গাড়িতে রয়েছে ১.২ লিটার প্রাকৃতিক অ্যাসপিরেটেড পেট্রোল এবং ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন।

Hyundai Kona: Hyundai Kona-তে ২ লক্ষ টাকা পর্যন্ত অফার দিচ্ছে কোম্পানি। Hyundai আগে এই গাড়িতে ১ লক্ষ টাকা ছাড় দিচ্ছিল। সেটাই সেপ্টেম্বর থেকে মানে পুজোর মরশুমে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে। Hyundai Kona-এর দাম ২৩.৮৪ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে শুরু।

Skoda Kushaq: এই বছরের শেষে, অর্থাত্‍ ৩১ ডিসেম্বরের আগে Skoda Kushaq SUV কিনলে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলবে। Skoda Kushaq-এর দাম ১০.৮৯ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে শুরু।

MG Astor: কোম্পানি MG Astor কেনার উপর বিশাল অফার দিচ্ছে। Astor SUV-তে ১.৭৫ লক্ষ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই SUV-এর দাম ১০.৮২ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১, ২, ৫, ১০, ২০ টাকার কয়েন নাকি বাতিল করল RBI? বড় খবর জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক
Unclaimed Money India: আপনার টাকা কি আটকে আছে? সরকার দাবিহীন অর্থ তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছে