
মিউচুয়াল ফান্ড (Mutual Fund) সম্পর্কে আমাদের বহু দর্শক আগ্রহ প্রকাশ করেছেন। সে কারণেই আজ মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ফান্ড নিয়ে আলোচনা করছি আমরা।
মিউচুয়াল ফান্ড (Mutual Fund) সম্পর্কে আমাদের বহু দর্শক আগ্রহ প্রকাশ করেছেন। সে কারণেই আজ মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ফান্ড নিয়ে আলোচনা করছি আমরা। মূলত ফান্ডের বিচারে লার্জ ক্যাপ (Large Cap Mutual Fund), মিড ক্যাপ (Mid Cap Mutual Fund), স্মল ক্যাপ (Small Cap Mutual Fund) এবং ফ্লেক্সি ক্যাপ (Flexi Cap Mutual Fund) ইত্যাদি কোন ফান্ড কীরকম পারফর্ম করছে, কোন ফান্ডে বিনিয়োগ করা অপেক্ষাকৃত কর্ম ঝুঁকিপূর্ণ ইত্যাদি জানতে (Investment Tips) চেয়েছেন। আজকের পর্বে আমরা এই সমস্ত ফান্ড নিয়ে বিশ্লেষণ করব। দেখতে থাকুন বিনিয়োগে বসতে লক্ষ্মী।