Mutual Fund: প্রতি মাসে ১০ হাজার টাকার SIP করে মাত্র দুই বছরেই ৪.৩ লক্ষ টাকা? দুর্দান্ত রিটার্ন এই ফান্ড থেকে

Published : Dec 28, 2024, 05:39 PM IST

মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ এখন খুব সাধারণ একটা বিষয়।

PREV
110
কিন্তু শুধু ইনভেস্ট করলেই হবে না

সঠিক বিবেচনা করে তবেই বিনিয়োগ করা উচিত। 

210
কোন ফান্ডগুলি ভালো রিটার্ন দিচ্ছে?

সেইসব জেনে রাখা জরুরি। 

310
অনেকেই দারুণ রিটার্ন পেয়েছেন বলে শোনা গেছে

প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ করলে তাকে বলা হয় এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)। 

410
এমন কিছু কিছু ফান্ড রয়েছে

যেগুলি থেকে অনেক কম সময়ের মধ্যে দারুণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। 

510
তার মধ্যে এমন একটি ফান্ড রয়েছে

যেটিতে মাসে ১০ হাজার টাকার এসআইপি করলে, ২ বছরের মধ্যেই এই বিনিয়োগ গিয়ে দাঁড়িয়েছে ৪.৩৬ লক্ষ টাকায়।

610
ফান্ডটির নাম কী?

বরোদা বিএনপি পরিবাস মিউচুয়াল ফান্ড (Baroda BNP Paribas Multi Asset Fund)। 

710
গত ৩০ নভেম্বর, মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল ১.১৯ লক্ষ কোটি টাকা

আর গত ২৬ ডিসেম্বর, তা বেড়ে দাঁড়ায় ১.৪৪ লক্ষ কোটি টাকা।

810
গত ১৯ ডিসেম্বর, এই ফান্ডটি মার্কেটে ২ বছর পূর্ণ করেছে

একই মেয়াদে এই ফান্ডটি থেকে ১৮.৯১% রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। 

910
এই ফান্ডের মোট সম্পদের ৬৯.৪৯% রয়েছে ইকুইটিতে

এছাড়া ১৪.৮৮% রয়েছে সোনাতে, ১৪.৭৩% রয়েছে ডেট ফান্ডে এবং ১.২৩% রিয়েল এস্টেটেও বিনিয়োগ রয়েছে।

1010
ভ্যালু রিসার্চ ডেটা কী বলছে?

টাটা ক্যাপিটাল হাউজিং ফিনান্স, আরইসি লিমিটেড এবং পাওয়ার ফিনান্স কর্পোরেশন সংস্থায় এই ফান্ডটির ১.২৬-২.১০% বিনিয়োগ রয়েছে। অন্যদিকে, এক্সপেন্স রেশিও ০.৯০%।

Disclaimer: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকিসাপেক্ষ একটি বিষয়। তাই সবসময় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করুন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories