৫ বছরে ধামাকা লাভ এই স্টকে! মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগে রিটার্ন ৮৩ লাখ!!

Published : Jan 22, 2025, 05:46 PM IST

কখনও শর্ট টার্মে, কখনও আবার লং টার্মে কোটিপতি হয়েছেন বিনিয়োগকারীরা। মাল্টিব্যাগার স্টক নিয়ে বিনিয়োগকারীদের উৎসাহ বরাবরই থাকে। এমন নানা স্টকের খোঁজও থাকে।

PREV
114

ভারতীয় শেয়ার বাজারে এমন কিছু স্টক রয়েছে, যেগুলি নির্দিষ্ট সময়ে বিপুল রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।

214

মাল্টিব্যাগার স্টক নিয়ে বিনিয়োগকারীদের উৎসাহ বরাবরই থাকে। এমন নানা স্টকের খোঁজও থাকে।

314

কখনও শর্ট টার্মে, কখনও আবার লং টার্মে কোটিপতি হয়েছেন বিনিয়োগকারীরা।

414

মাল্টিব্যাগার স্টক নিয়ে বিনিয়োগকারীদের উৎসাহ বরাবরই থাকে। এমন নানা স্টকের খোঁজও থাকে।

514

সেই তালিকাতেই রয়েছে পিকাডিলি অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিজ (piccadily agro industries)।

614

গত ৬ মাস থেকে এই স্টক ভালো রিটার্ন দিয়েছে। পিকাডিলি অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিজের এই স্টক মাল্টিব্যাগারও।

714

গত ১ বছরে ১৬৭.৯৬% রিটার্ন দিয়েছে এই স্টক। গত এক বছরে ৫০৯.৭৫ টাকা বেড়েছে এই স্টকের দাম।

814

যদি দীর্ঘমেয়াদি ক্ষেত্রে দেখা হয়, অর্থাৎ ৩ বছর বা ৫ বছরে বিপুল রিটার্ন দিয়েছে পিকাডিলি অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিজের স্টক।

914

গত তিন বছরে ৭৭৯.৫৫ টাকা দাম বেড়েছে এই স্টকের। শতাংশের বিচার করলে গত ৩ বছরে এই স্টক রিটার্ন দিয়েছে ২৩১৩.২০%।

1014

যদি ৩ বছর আগে ১ লক্ষ টাকা এই স্টকে বিনিয়োগ করা হতো, তাহলে এখন সেই টাকা বেড়ে দাঁড়াত ২৩,১৩,০০০ টাকা।

1114

আরও আগে যদি বিনিয়োগ করতেন কেউ? যদি পাঁচ বছর আগে কেউ পিকাডিলি অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিজের স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে এ দিন সেই অঙ্ক বেড়ে দাঁড়াত ৮৩,৭১,০০০ টাকায়।

1214

গত বছরের ডিসেম্বরে সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছিল এই স্টকের দাম। তবে মঙ্গলবার, ২১ জানুয়ারি ৫ শতাংশ নেমেছে এই স্টক।

1314

piccadily agro industries-এর মার্কেট ক্যাপিটালাইজ়েশন ৮ হাজার কোটি টাকার উপরে। ভারতের এই সংস্থা চিনি ও ডিস্টিলারি প্রোডাক্ট উৎপাদন করে।

1414

Groww.in- এর তথ্য অনুযায়ী, এই সংস্থার শেয়ারহোল্ডিং প্যাটার্ন দেখলে জানা যায়, প্রোমোটারদের হাতে রয়েছে সংস্থার ৭০.৯৭% শেয়ার, খুচরো বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৮.২৪%। ১ শতাংশেরও কম রয়েছে বিদেশি সংস্থার বিনিয়োগ।

click me!

Recommended Stories