Subhankar Das | Published : Jan 22, 2025 5:32 PM
112
মিউচুয়াল ফান্ড (Mutual Fund) এবং ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনেশনের নিয়মে ব্যাপক বদল আনা হয়েছে
চলতি বছরের মার্চ মাস থেকেই চালু হতে চলেছে সেই নতুন নিয়ম।
Subscribe to get breaking news alertsSubscribe 212
নতুন নিয়মে মিউচুয়াল ফান্ড বা ডিম্যাট অ্যাকাউন্টে সর্বাধিক ১০ জনকে নমিনি হিসেবে রাখা যাবে
তবে বিনিয়োগকারীর তরফ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কেউ সম্পদের উপর দাবি জানালে, তা অবশ্য গ্রাহ্য করা হবে না (mutual funds guidelines)।
312
বিনিয়োগকারীর মৃত্যু হলে কী হবে?
সেক্ষেত্রে এই নমিনিরা জয়েন্ট হোল্ডার হিসেবে ওই পোর্টফোলিও চালাতে পারবেন। অথবা নিজের নিজের শেয়ার নিয়ে আলাদা আলাদা অ্যাকাউন্ট বা ফোলিও করে নিতে পারবেন।
412
আসলে এমন বহু বিনিয়োগ রয়েছে, যেগুলি দীর্ঘদিন ধরে দাবিদারহীন অবস্থাতেই পড়ে আছে
কোনও ক্ষেত্রে হয়ত বিনিয়োগকারী মারা গেছেন। তাই তাঁর সমস্ত বিনিয়োগ পড়ে রয়েছে।
512
সেইসব দাবিদারহীন সম্পত্তির পরিমাণ কমাতেই নমিনির সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
SEBI জানিয়ে দিয়েছে, কোনও বিনিয়োগকারী তাঁর পোর্টফোলিওতে যখন নমিনিদের যুক্ত করবেন, তখন তাঁর অবর্তমানে কাকে কত অংশ দেওয়া হবে, তাও তিনিই ঠিক করে দেবেন।
612
যদি সেইরকম কোনও নির্দেশ না থাকে, তাহলে কী হবে?
তাহলে সব নমিনির মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে সেই সম্পদ।
712
বিনিয়োগকারীর অবর্তমানে যখন তাঁর সম্পদ ভাগ করার প্রয়োজন পড়বে,
তখন দেখতে হবে যে, প্রত্যেক নমিনি (mutual fund nominee) বেঁচে রয়েছেন কি না।
812
যদি থাকেন, তাহলে বিনিয়োগকারীর বলে যাওয়া অনুপাতেই সেই সম্পদ ভাগ করা হবে
যদি কোনও নমিনির মৃত্যু হয়ে থাকে, তাহলে সেই নমিনির ভাগ বাকিদের মধ্যে প্রো-রাটা পদ্ধতিতে বিভক্ত হবে।
912
বর্তমানে বিনিয়োগকারী অনলাইন এবং অফলাইন, এই দুই পদ্ধতিতেই নমিনির নাম নথিভুক্ত করতে পারেন
অফলাইন পদ্ধতিতে নির্ধারিত ফর্মের নিয়ম মেনে বাকি তথ্যের সঙ্গে বিনিয়োগকারীর সই বা বুড়ো আঙুলের ছাপ থাকা অবশ্যই বাধ্যতামূলক।
1012
সেক্ষেত্রে ফর্মে ২ জন সাক্ষীর নাম অবশ্যই উল্লেখ করতে হবে
অন্যদিকে, অনলাইন পদ্ধতিতে বিনিয়োগকারীকে আধার-নির্ভর ই সাইন, ডিজিটাল সই বা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে নমিনির নাম নথিভুক্ত করতে হবে।
1112
বিনিয়োগকারীর মৃত্যুর পরে কীভাবে সম্পদ পাবেন একজন নমিনি?
বিনিয়োগকারীর মৃত্যুর শংসাপত্র সেলফ অ্যাটেস্টেট করে জমা দিতে হবে নমিনিদের।
1212
তারপর শেষ ধাপ
নমিনিদের KYC সংক্রান্ত সমস্ত কাজ সম্পূর্ণ থাকতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।