
কারণ, বেতন এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে (8th pay commission pay matrix)।
অবশ্য সরকারি কর্মচারীদের বেতন ঠিক কতটা বাড়বে, তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের (8th pay commission fitment factor) উপর।
অন্যদিকে, সপ্তম বেতন কমিশনের আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭।
আর এবার অষ্টম বেতন কমিশনে (8th pay commission news) ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৮৬।
মানে ১৮ হাজার টাকা থেকে প্রায় ১৮৬ শতাংশ বৃদ্ধি।
ফলে, এই পরিমাণ টাকা হাতে নাও আসতে পারে।
লেভেল ১: পিওন, অ্যাটেন্ডেন্টস, মাল্টি টাস্কিং স্টাফরা লেভেল ১-এ আওতায় পড়েন। বর্তমানে তাদের বেসিক স্যালারি ১৮ হাজার টাকা। তবে অষ্টম বেতন কমিশনে তাদের বেসিক স্যালারি গিয়ে দাঁড়াতে পারে ৫১,৪৮০ টাকাইয়। অর্থাৎ ৩৩,৪৮০ টাকা বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাদের বেসিক স্যালারি আবার ১৯,৯০০ টাকা থেকে বেড়ে ৫৬,৯১৪ টাকা হতে পারে। ফলে, বেতন বাড়তে পারে প্রায় ৩৭,০১৪ টাকা।
বর্তমানে তাদের বেসিক স্যালারি ২১,৭০০ টাকা। তবে অষ্টম বেতন কমিশনের ফলে, তা বেড়ে দাঁড়াতে পারে ৬২,০৬২ টাকা। অর্থাৎ, ৪০,৩৬২ টাকা বেতন বৃদ্ধি পেতে চলেছে।
তাদের বেসিক স্যালারি ২৫,৫০০ টাকা থেকে বেড়ে ৭২,৯৩০ টাকা হতে পারে। অর্থাৎ, ৪৭,৪৩০ টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা।
তবে তাদের বেসিক স্যালারি ২৯,২০০ টাকা থেকে বেড়ে ৮৩,৫১২ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। মাইনে বাড়তে পারে প্রায় ৫৪,৩১২ টাকা।
তাদের বেসিক স্যালারি প্রায় ৬৫,৮৪৪ টাকা বাড়তে চলেছে। তার মানে ৩৫,৪০০ টাকা থেকে বেতন পৌঁছে যেতে পারে ১,০১,২৪৪ টাকায়।
তাদের বেসিক স্যালারি ৪৪,৯০০ টাকা থেকে বেড়ে ১,২৮,৪১৪ টাকা হতে পারে বলে ধারণা। সেক্ষেত্রে মাইনে বাড়বে ৮৩,৫১৪ টাকা।
তাদের বেসিক মাইনে বাড়বে প্রায় ৮৮,৫৩৬ টাকা। অর্থাৎ, মাসিক বেতন ৪৭,৬০০ টাকা থেকে বেড়ে হতে চলেছে ১,৩৬,১৩৬ টাকা।
লেভেল ৯: তাদের বেসিক স্যালারি ৫৩,১০০ টাকা থেকে বেড়ে ১,৫১,৮৬৬ টাকা হতে চলেছে। বেতন বাড়ছে প্রায় ৯৮,৭৬৬ টাকা।
লেভেল ১০: বর্তমানে তাদের বেসিক স্যালারি ৫৬,১০০ টাকা। অষ্টম বেতন কমিশন চালু হলে, তা বেড়ে হবে ১,৬০,৪৬৬ টাকা। অর্থাৎ, মাইনে বাড়ছে প্রায় ১,০৪,৩৪৬ টাকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।