বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হতে পারে
অবশ্য সরকারি কর্মচারীদের বেতন ঠিক কতটা বাড়বে, তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের (8th pay commission fitment factor) উপর।
316
এটা মূলত এক ধরণের গুণফল
অন্যদিকে, সপ্তম বেতন কমিশনের আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭।
416
তখন বেসিক স্যালারি ৭ হাজার টাকা থেকে বেড়ে ১৮ হাজার টাকা হয়েছিল
আর এবার অষ্টম বেতন কমিশনে (8th pay commission news) ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৮৬।
516
অর্থাৎ, বেসিক স্যালারি একধাক্কায় ৫১,৪৮০ টাকায় পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে
মানে ১৮ হাজার টাকা থেকে প্রায় ১৮৬ শতাংশ বৃদ্ধি।
616
তবে একধিক ডিডাকশনও রয়েছে আবার (8th pay commission salary)
ফলে, এই পরিমাণ টাকা হাতে নাও আসতে পারে।
716
তাহলে এবার বিভিন্ন পদের কর্মীদের কত টাকা বেতন বাড়তে পারে, সেটা দেখে নেওয়া যাক
লেভেল ১: পিওন, অ্যাটেন্ডেন্টস, মাল্টি টাস্কিং স্টাফরা লেভেল ১-এ আওতায় পড়েন। বর্তমানে তাদের বেসিক স্যালারি ১৮ হাজার টাকা। তবে অষ্টম বেতন কমিশনে তাদের বেসিক স্যালারি গিয়ে দাঁড়াতে পারে ৫১,৪৮০ টাকাইয়। অর্থাৎ ৩৩,৪৮০ টাকা বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
816
লেভেল ২: লোয়ার ডিভিশনাল ক্লার্করাও চলে আসেন লেভেল ২-এর আওতায়
তাদের বেসিক স্যালারি আবার ১৯,৯০০ টাকা থেকে বেড়ে ৫৬,৯১৪ টাকা হতে পারে। ফলে, বেতন বাড়তে পারে প্রায় ৩৭,০১৪ টাকা।
916
লেভেল ৩: সাধারণত লেভেল ৩-এর আওতায় পড়েন কনস্টেবল এবং দক্ষ স্টাফরা
বর্তমানে তাদের বেসিক স্যালারি ২১,৭০০ টাকা। তবে অষ্টম বেতন কমিশনের ফলে, তা বেড়ে দাঁড়াতে পারে ৬২,০৬২ টাকা। অর্থাৎ, ৪০,৩৬২ টাকা বেতন বৃদ্ধি পেতে চলেছে।
1016
লেভেল ৪: স্টেনোগ্রাফার এবং জুনিয়র ক্লার্করা আসেন লেভেল ৪-এর আওতায়
তাদের বেসিক স্যালারি ২৫,৫০০ টাকা থেকে বেড়ে ৭২,৯৩০ টাকা হতে পারে। অর্থাৎ, ৪৭,৪৩০ টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা।