Saborni Mitra | Published : Feb 1, 2025 3:24 PM
110
)
ফোকাস মধ্যবিত্তরা
নির্মলা সীতারামন বাজেটের শুরুতেই ঘোষণা করেছিলেন এবার বাজেটে ফোকাস থাকবে মধ্যবিত্তদের ওপর। অনেকটা মধ্যবিত্তদের জন্যই বাজেট পেশ করা হয়েছে।
210
মধ্যবিত্তদের স্বস্তি
মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়া দেওয়া হয়েছে।
310
টিডিএস
বাজেটে টিডিএস -এ ছাড়ের উর্ধ্বসীমা বাড়ান হয়েছে। তবে মধ্যবিত্তদের জন্য এই ছাড় দ্বিগুণ করা হয়েছে।
410
বাড়িভাড়ায় সুবিধে
বাড়ি ভাড়ার ক্ষেত্রে টিডিএস-এর উদ্ধ্বসীমা বাড়ান হয়েছে। ২ লক্ষ ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬ লক্ষ টাকা পর্যন্ত।
510
বর্তমানে বাড়ি ভাড়ায় টিডিএস কাটা হচ্ছে
বর্তমানে ভাড়াটিয়ারা ২০ হাজার টাকা প্রতিমাসে বাড়িভাড়ার ওপর টিডিএস কাটতে পারতেন। সেটার উর্ধ্বসীমা এবার ৫০ হাজার টাকা করা হচ্ছে।
610
নির্মালার ঘোষণা
নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, ফিক্সড ডিপোজিটের সুদের ওপর করছাড়া দেওযা হয়েছে।
710
বিদেশ থেকে আয়
এবার বিদেশ থেকে আয়ের ক্ষেত্রেও টিসিএস ছাড়ের উর্ধ্বসীমা বাড়ান হচ্ছে বলে ঘোষণা করেছেন নির্মলা।
810
টিসিএস-এর উর্ধ্বসীমা
নির্মলা সীতারামন টিসিএস-এর উর্ধ্বসীমা সাত লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করেছে।
910
শিক্ষা লোন
চলতি বাজেটে বিদেশে পড়াশুনার জন্য নেওয়া ঋণ নিয়েও বড় ঘোষণা করেছেন নির্মলা। তিনি বলেছেন, এবার বিদেশে পড়াশুনার জন্য এডুকেশন লোনে লাগবে না কোনও টিসিএস।
1010
নতুন আয়কর বিল
নির্মলা সীতারামন বাজেট পেশ করে জানিয়েছেন, আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে নতুন আয়কর বিল।