Budget 2025: ইনকাম ট্যাক্সে কি স্বস্তি দেবে এবারের বাজেট? করদাতারা চাইছেন বড় উপহার!

সংক্ষিপ্ত

আগামী ১ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

আসন্ন বাজেটে, অর্থাৎ ২০২৫ সালের বাজেটে ((Budget 2025) ব্যক্তিগত আয়করের বোঝা কি এবার কমানো হবে সাধারণ মানুষের জন্য? এই বাজেটে দেশের করদাতাদের কী আশা, তা নিয়ে একটি সমীক্ষা করা হয়েছে। যা থেকে একটি বিষয় স্পষ্ট যে, দেশের করদাতাদের (Income Tax) একটা বড় অংশ চাইছেন যাতে তাদের আয়করের বোঝা কিছুটা কমানো হয়।

মানে ট্যাক্স স্ল্যাব কমানোর প্রত্যাশা রয়েছে আসন্ন বাজেটে। সেই সমীক্ষায় দেখা গেছে, অধিকাংশ করদাতাই চেয়েছেন ৫৭% করের বোঝা কমানো হোক। অন্যদিকে, ২৫% করদাতা আবার চেয়েছেন, যাতে কর ছাড়ের সীমা আরও খানিক বাড়ানো হয়। গ্র্যান্ড থর্নটন ভারত নামে একটি কনসাল্টিং এবং সার্ভিসেস ফার্মের পক্ষ থেকে এই সমীক্ষা করা হয়েছে গোটা দেশজুড়ে।

Latest Videos

সাম্প্রতিক প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি বড় অংশের করদাতা বর্তমানে সরলীকৃত নতুন আয়কর আইনের আওতায় রিটার্ন ফাইল করা শুরু করে দিয়েছেন। বর্তমানে সমগ্র দেশের ৭২% করদাতা এই নতুন কর আইনের আওতায় এসেছেন। আর বাকি ২৮% রয়েছেন পুরনো কর আইনের আওতায়।

কিন্তু এই সমীক্ষায় দেখা গেছে যে, নতুন কর আইনের আওতায় ৪৬% করদাতা কর কমানোর বিষয়েই মত দিয়েছেন। অপরদিকে, ২৬% মনে করছেন যে, তাদের পক্ষে করছাড়ের সীমা বাড়ালেই বেশি সুবিধা হবে। ডিজিটাইজেশন যত দ্রুত হচ্ছে দেশে, ততই যেন করদাতারা আরও অনেক সহজে ট্যাক্স জমা এবং রিটার্ন ফাইলিং করতে চাইছেন সহজ পদ্ধতিতে।

গ্র্যান্ড থর্নটনের প্রাক-বাজেট এই সমীক্ষায় উঠে এসেছে, দেশের ৩৮% করদাতা বিদেশি ব্যাঙ্কের থেকে কর জমা করতে চাইছেন। ফলে, তার মাধ্যমে প্রবাসী ভারতীয়দের কর জমা করতে অনেক সুবিধা হবে। বিদেশের মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে ই-ভেরিফিকেশনের মাধ্যমে প্রবাসী করদাতারা ট্যাক্স রিফান্ডের পদ্ধতি সরলীকৃত করার দাবি তুলেছেন।

প্রায় ৫৬% করদাতা এবারের বাজেটে চাইছেন, যাতে আয়করের যোগ্যতার স্ল্যাব অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। যাতে সাধারণ করদাতাদের উপর বোঝা অল্প হলেও কিছুটা অন্তত কমে। এদিকে আবার ১২% করদাতা চাইছেন, যাতে কর জমা দেওয়ার সময়সীমা কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। তাছাড়া এই সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে যে, আয়করের নিয়ম এবং পরিমাণ নিয়ে এবারের বাজেটে বেশ ভালোরকমের বদল চাইছেন করদাতারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Nadia News: রাম নবমীর পুজো উদ্বোধনের আগেই শুভেন্দুর বিরুদ্ধে ‘কালো বার্তা’, রানাঘাটে চরম উত্তেজনা!
কারা নেবে এখন ক্লাস? ৮ জন 'যোগ্য' শিক্ষকের চাকরি চলে গেছে, চাঞ্চল্য! | SSC Job Cancellation News