
সোনা কেনার আগে জেনে নিন কীভাবে সোনা কিনলে তা আপনার বিনিয়োগ অক্ষয় করে তুলবে। এশিয়ারনেট নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে সোমবার ফের আমরা হাজির বিনিয়োগে বসতে লক্ষ্মী-র চতুর্থ পর্ব নিয়ে।
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সে জন সোনা চেনে না... নকল হইতে সাবধান। কেনার আগে অবশ্যই পরখ করে নিন। সোনা কেনার আগে এ ধরনের পরামর্শ পেয়ে থাকেন নিশ্চয়ই। কিন্তু সোনা কিনতে কেউ নিষেধ করছে এমনটা শুনেছেন কি? শুনবেনও না, কারণ সোনা শুধুমাত্র গয়নার ক্ষেত্রেই নয়, বিনিয়োগের ক্ষেত্রেও সোনা ফলায়। এক দশক আগে ১০ গ্রাম সোনার যা দাম ছিল, তা এখন কয়েক গুন বেড়ে গিয়েছে। কিন্তু গয়না কিনলে আদৌ লাভ হয়? নাকি সোনার কয়েন কিনবেন? অথবা সরাসরি সোনার বিভিন্ন ফান্ড বা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন? করার আগে জেনে নিন। সামনেই অক্ষয় তৃতীয়। সোনা কেনার আগে জেনে নিন কীভাবে সোনা কিনলে তা আপনার বিনিয়োগ অক্ষয় করে তুলবে। এশিয়ারনেট নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে সোমবার ফের আমরা হাজির বিনিয়োগে বসতে লক্ষ্মী-র চতুর্থ পর্ব নিয়ে।