
স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা অত্যন্ত প্রয়োজন। কী কী বিষয় মাথায় রাখবেন, তা নিয়েই আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব।
যে যত দ্রুত উপরে ওঠে, সে তত দ্রুতই নীচে নামে। Small Cap মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কথাটা খুবই প্রযোজ্য। রিটার্নের দিক থেকে স্মল ক্যাপ ফান্ড দরাজ হলেও, যখন কোনও কারণে শেয়ার বাজার পড়ে যায় বা বিনিয়োগের ভাষায় মার্কেট কারেকশন হয়, তবে অনেক সময়ই এই ফান্ডের রিটার্ন ঋণাত্মক হয়ে যায়। অর্থাৎ আপনি যে টাকা বিনিয়োগ করবেন দিনের শেষে দেখবেন তার চেয়ে কম টাকা আপনার ফান্ডে পড়ে রয়েছে। আর এমনটা একদিন বা এক মাস নয়, এক বছর ধরেও চলতে পারে। তাই স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা অত্যন্ত প্রয়োজন। কী কী বিষয় মাথায় রাখবেন, তা নিয়েই আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্ব।