
আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র পর্বে আমরা এই নিঃশব্দ বজ্রঘাত নিয়েই আলোচনা করেছি। অনেকেই ভাবেন, হাতে তো অনেক সময়, ধীরে সুস্থে জমালেই চলবে। বিনিয়োগের কথা ভাবা হয় সবার শেষে।
কথায় আছে, ঘুমের মধ্য বজ্রাঘাত হওয়ার চেয়ে ভালো জেগে বজ্রপাত দেখা। তাতে প্রাণ বাঁচে। মুদ্রাস্ফীতি এমনই এক বজ্রাঘাত যাতে কোনও আওয়াজ হয় না। নিঃশব্দে টাকার মূল্য পুড়িয়ে ছাই করে দিয়ে যায়, কিন্তু টের পাওয়া যায় না। আর যখন যায়, তখন বিশেষ করার কিছু থাকে না। আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মী-র পর্বে আমরা এই নিঃশব্দ বজ্রঘাত নিয়েই আলোচনা করেছি। অনেকেই ভাবেন, হাতে তো অনেক সময়, ধীরে সুস্থে জমালেই চলবে। বিনিয়োগের কথা ভাবা হয় সবার শেষে। বিষয়টি জীবন্ত আগ্নেয়গিরির উপর বসে অগ্নিলীলা দেখা সামিল। তাই সময় থাকতে সাবধান হোন এবং যথাযথ ভাবে বিনিয়োগ করুন। শুধু জমানো যথেষ্ট নয়।