টাকা তোলার জন্য প্রথমে এইপিএস সিস্টেমে বা মাইক্রো এটিমে ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন। এর পর বায়োমেট্রিক অথেন্টিকেশন জরুরি। তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে নিজের বুড়ো আঙুলটি জোরে চাপ দিতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশনের পরেই আপনাকে টাকা তোলার অপশন দেওয়া হবে। তারপরই টাকা তোলা যাবে।