সপ্তাহের শুরুতেই সুখবর। ২৪ ঘন্টায় রেকর্ড গড়ল ক্রিপটোকারেন্সির বাজার। বিশ্বের বৃহত্তম ক্রিপটোকারেন্সি বিটকয়েন ও দ্বিতীয় বৃহত্তম ক্রিপটোকারেন্সি আথার রেকর্ড গড়েছে ক্রিপটো মার্কেটে। ৯ নভেম্বর সোমবার বিটকয়েন ও আথারের যৌথ উদ্যোগে ক্রিপটোকারেন্সির বাজার ৩ ট্রিলিয়ানের রেকর্ড ছুঁয়ে গেছে।
Coin scam Movement-বিট কয়েন কেলেঙ্কারি মামলায় নয়া মোড়, বিজেপি-কে একহাত নিলেন বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া
ক্রিপটোকারেন্সি বিনিয়োগের অন্যতম সফল প্ল্যাটফর্ম মুডরেক্স(Mudrex)। আর সেই মুডরেক্সের কর্ণধার(CEO) ও কোফাউন্ডার এডুল প্যাটেল এক বিবৃতিতে ২৪ ঘন্টায় ক্রিপটোকারেন্সির বাজারের এহেন সাফল্যের প্রশংসা করেছেন। ২৪ ঘন্টার মধ্যে ক্রিপটোকারেন্সির সাফল্যের এই মুভমেন্ট আগামী দিনে ক্রিপটো বাজারকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সালটা ছিল ২০০৮। সেই বছর আর্থিক সঙ্কটের(financial crisis)পরে বাজারে আসে বিট কয়েন। ধীরে ধীর বিট কয়েনের(bitcoin) জনপ্রিয়তা বাড়তে থাকে। সেই সঙ্গ দূর হয় আর্থিক সঙ্কটও। বর্তমানে অর্থনীতির বাজারে বিট কয়েন কিন্তু সুপার ট্রেন্ডিং(trending)। ২৩ শে অক্টোবর ক্রিপ্টোকারেন্সিগুলি(crypto currency) ফের নতুন ভাবে লাল রঙে(red)’ ফিরে এসেছে৷ প্রথমবার ক্রিপটোকারেন্সির রেকর্ড ৩ ট্রিলিয়ানে পৌঁছে একটা বিষয় ইঙ্গিত দিচ্ছে ক্রিপটোর বাজার আগামীদিনে কতটা জনপ্রিয় হতে চলেছে সেই সঙ্গে কিভাবে সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে।