সফট ড্রিঙ্কের আদলে মদের টেট্রা প্যাক, এবার দিল্লি সুরাপ্রেমীদের হাতে

মাজা বা অন্যান্য সফট ড্রিঙ্কের টেট্রা প্যাক দেখেছেন, এবার থেকে দিল্লির সুরাপ্রেমীরা হাতে পেয়ে যাবেন মদের টেট্রা প্যাকও। মাজা বা অন্যান্য সফট ড্রিঙ্কের টেট্রা প্যাক দেখেছেন, এবার থেকে দিল্লির সুরাপ্রেমীরা হাতে পেয়ে যাবেন মদের টেট্রা প্যাকও। দিল্লির আবগারি শুল্ক দফতরের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়েছে বলে সুত্রের খবর। 
 


নতুন বছরটা যেন দিল্লির (Delhi) সুরাপ্রেমীদের (Delhi wine Lover) জন্য একেবারে লাভই লাভ। দিল্লি সরকার বা কেজরিওয়াল সরকারের তরফে দিল্লির সুরাপ্রেমীদের জন্য ড্রাই ডে-র সংখ্যা কমিয়ে ৩ দিন করা হয়েছে। সেই খবরে একেবারে খুশির হাওয়া সুরাপ্রেমী মহলে। তার কিছুদিন পরই আবার দিল্লির সুরাপ্রেমীদের জন্য এসে গেল আরও একটি দুর্দান্ত খবর। আবগারি দফতরের নতুন শুল্ক নীতি অনুযায়ী ৩০ শতাংশ পর্যন্ত দাম কমেছে বেশ কিছু ব্র্যান্ডেড মদের। এখানেই শেষ নয়, দিল্লির সুরাপ্রেমীদের সুখবরের তালিকায় নয়া সংযোজন হল মদের টেট্রা প্যাক। মদের দাম কমার যে আনন্দ সেই রেশ কাটতে না কাটতেই এসে গেল মদের টেট্রা প্যাকের (Tetra Packs)মত আরও একটি দুর্দান্ত খবর। এতদিন তো ফ্রুটি, মাজা বা অন্যান্য সফট ড্রিঙ্কের টেট্রা প্যাক দেখেছেন, এবার থেকে দিল্লির সুরাপ্রেমীরা হাতে পেয়ে যাবেন মদের টেট্রা প্যাকও। বলাই বাহুল্য, নতুন বছরের শুরু থেকেই রাজধানীর সুরাপ্রেমীদের (Wine Lover) সুখবরের লিস্ট ক্রমশ বেড়েই চলেছে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে টেট্রা প্যাক (tetra Pack) বাজারে আনার জন্য দুটি মদের সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দিল্লির আবগারি শুল্ক দফতরের (Delhi Government Excise Department) পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়েছে বলে সুত্রের খবর। 


সুত্রের খবর অনুযায়ী, দিল্লির আবগারি শুল্ক দফতরের নীতিতে এই নয়া টেট্রা প্যাকের (Tetra pack) অভিনব আইডিয়ার জন্য প্রায় ৭০০ টি মদের সংস্থা অনুমতি চেয়েছে। এর মধ্যে মাত্র দুটি সংস্থাকে অনুমতি দিয়েছে দিল্লির আবগারি শুল্ক দফতর (Delhi Government Excise Department)। উল্লেখ্য, দিল্লির সুরাপ্রেমীরা (Wine Lover) পেয়ে যাবেন ১৮০ মিলিলিটারের টেট্রা প্যাক (tetra Pack)। প্রসঙ্গত, যে ৭০০ টি সংস্থা টেট্রা প্যাকের অনুমতি চেয়েছে তার মধ্যে রয়েছে ২০০ টি হুইস্কি এবং ওয়াইন ব্র্যান্ড, ৯০ টি বিয়ারের ব্র্যান্ড, ভোদকার ৭০ টি এবং রামের ৫০ টি নামী সংস্থা। কাঁচের বোতলের তুলানয় কাগজের প্যাকিং-য়ের দাম স্বাভাবিকভাবেই বেশ কিছুটা কম হবে। হাতে গোনা কয়েকটি রাজ্যেই মদের টেট্রা প্যাক (Tetra Pack) পাওয়া যায়। দিল্লির সুরাপ্রেমীদের জন্যও এই ব্যবস্থা চালু করার একটা পরিকল্পনা ছিল। অবশেষ সেই প্ল্যান সফল হওয়ার পথে এগোচ্ছে রাজধানী (Delhi। 

Latest Videos

আরও পড়ুন-রাজধানীর সুরাপ্রেমীদের জন্য সুখবর, বিপুল ছাড় মদের দামে, রইল তালিকা

আরও পড়ুন-New Excise Policy-হাত বাড়ালেই মদ, এবার মহারাষ্ট্র্রের প্রতিটি সুপারমার্কেটেই মদের হাতছানি

আরও পড়ুন-বড়দিন থেকে বর্ষবরণ, মদ বিক্রিতে রাজ্যের কোষাগারে এল ২৩ কোটি, ৩ ভাগই বিক্রি হয়েছে দেশি মদ

শীতের মরশুমে একাধারে যেমন কম দামে একসে বরকর এক ব্র্যান্ডের মদ পাওয়া যাচ্ছে, তেমনই আবার আসতে চলেছে মদের টেট্রা প্যাকের সুবিধা। এই সময় নিশ্চই বলছে, পার্টি মাস্ট গো অন...গুড নিউডের তালিকা যেভাবে লম্বা হচ্ছে, আগামী দিনে দিল্লির সুরাপ্রেমীদের জন্য সেই তালিকা আরও লম্বা হয় কিনা এখন সেটাই দেখার। 

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ১১ই জানুয়ারি কী অপেক্ষা করছে আপনার জন্য, জেনে নিন আজকের রাশিফল
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর