করোনার মত অতিমারি পরিস্থিতিতে বিভিন্ন ব্যাঙ্কের তরফে হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্রেডিট কার্ড লঞ্চ করা হয়েছে। স্বাস্থ্য-পরিষেবা এবং চেক-আপ সহ বিভিন্ন ক্ষেত্রে নানারকম ছাড় পাওয়া যাবে। সেই সঙ্গে ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ, পরামর্শ, ফিটনেস সেশনের ক্ষেত্রেও বিশেষ ছাড় পাওয়ার সুবিধা পাওয়া যাবে।
অতিমারি কোভিড পরিস্থিতিতে (Covid Situation) গোটা বিশ্বের চালচিত্র একেবারে বদলে গিয়েছে। মানুষ প্রতিনিয়ত ভালো থাকার তাগিদে লড়াই করে চলেছে। আর সেই লড়াইয়ের জন্য বেড়েছে চিকিৎসা খাতে খরচের পরিমান। সেই জন্যই ২০২০ সালের মার্চ মাসের পর থেকে প্রত্যেকেই নিজের এবং নিজেদের পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের বিষয়টি নিয়ে বিশেষভাবে ভাবনাচিন্তা শুরু করেছে। আর সেই জন্যই নাগরিকদের সুস্থ থাকার চ্যালেঞ্জে সামিল হচ্ছে বিভিন্ন ব্যাঙ্কগুলো (Bank)। তারা এই কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য এবং সুষ্ঠু জীবনের জন্য ক্রেডিট কার্ড লঞ্চ করার। অতিমিরি পরিস্থিতিতে স্বাস্থ্যখাতে যেমন খরচ বেড়েছে সেই পরিস্থিতিতে বিভিন্ন ব্যাঙ্কের এই ক্রেডিটকার্ড নিয়ে আসার ভাবনায় উপকৃত হতে পারেন সাধারণ মানুষ। ব্যাঙ্কগুলোর তরফে এই ক্রেডিট কার্ডের নাম দেওয়া হয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্রেডিট কার্ড (Health and Wellness Credit Card)।
এবার জেনে নেওয়া যাক, হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্রেডিট কার্ডে কী সুবিধা (Fecilities Of Health Credit Card) পাওয়া যাবে। হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্রেডিট কার্ড ( Health and Wellness Credit Card) অনুযায়ী স্বাস্থ্য-পরিষেবা এবং চেক-আপ সহ বিভিন্ন ক্ষেত্রে নানারকম ছাড় পাওয়া যাবে। সেই সঙ্গে ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ, পরামর্শ, ফিটনেস সেশনের ক্ষেত্রেও বিশেষ ছাড় পাওয়ার সুবিধা পাওয়া যাবে। উল্লেখ্য, ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্ক এই ক্রেডিট কার্ড বাজারে নিয়ে এসেছে। যে সব ব্যাঙ্ক ইতিমধ্যে এই বিশেষ ক্রেডিট কার্ড নিয়ে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক সহ আরও অন্যান্য কয়েকটি ব্যাঙ্ক। উল্লেখ্য, ২০২১ সালে ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) মাস্টারকার্ডের সঙ্গে যৌথ উদ্যোগে বাজারে নিয়ে এসেছে হেলথ অ্যান্ড ওয়েলবিং ক্রেডিট কার্ড। এই কার্ডের মাধ্যমে শুধু আর্থিক লেনদেনই নয়, বার্ষিক ফিটনেস সেশন থেকে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে নানান রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়।
শুধু ইয়েস ব্যাঙ্কই নয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) তরফেও এই বিশেষ ধরনের ক্রেডিট কার্ডের (Credit Card) সুবিধা পাওয়া যাবে। এই কার্ডের মাধ্যমে FITPASS- এর বার্ষিক সদস্যপদ নেওয়ার সুযোগ পাওয়া যায়। একইসঙ্গে আবার ডাক্তারদের পরামর্শ নেওয়া থেকে শুরু করে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ফার্মেসিগুলিতে ওষুধ কেনার খরচেও বিশেষ সুবিধা দেয় এই কার্ড। জিম, ফিটনেস সেশন, জুম্বার মত পরিষেবাও এই কার্ড মারফত পাওয়ার সুবিধা রয়েছে। সাধারণ ক্রেডিট কার্ডের সঙ্গে হেলথ ক্রেডিট কার্ডের একটা বড় পার্থক্য রয়েছে। সেটি হল সাধারণ ক্রেডিট কার্ডে শুধুমাত্র বিভিন্ন সময়ের অফার সংক্রান্ত আপডেট পাওয়া যায়, কিন্তু হেলথ ক্রেডিট কার্ডে স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যায়।