মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের প্রথম ধনী ব্যক্তি গৌতম আদানি, দেখে নিন ধনীদের সম্পূর্ণ তালিকা ও সম্পত্তির পরিমাণ

গৌতম আদানির পর দ্বিতীয় স্থানে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তৃতীয় স্থানে রয়েছেন সাইরাস এস পুনাওয়ালা। দেখে নিন ধনীদের সম্পূর্ণ তালিকা ও সম্পত্তির পরিমাণ।

‘আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া ২০২২-এর রিচ লিস্ট’-এর তালিকা অনুযায়ী ভারতে ধনীতম ব্যক্তি হিসেবে গণ্য হয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তাঁর মোট সম্পদ বর্তমানে ১০,৯৪,৪০০ কোটি টাকা। গত এক বছরে এক একটি দিনে তাঁর সম্পদে বৃদ্ধি এসেছে ১৬১২ কোটি টাকা করে। অর্থাৎ, গোটা একটা বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে তাঁর সম্পত্তি। বর্তমানে গৌতম আদানিই একমাত্র ভারতীয়, যাঁর সাতটি সংস্থার মার্কেট ক্যাপিটাল এক লক্ষ কোটি টাকারও বেশি। কিন্তু, গৌতম আদানি ছাড়াও আর কোন কোন ধনীরা রয়েছেন ভারতের ধনীতম ব্যক্তিদের তালিকায়?

গৌতম আদানির পর দ্বিতীয় স্থানে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭ লক্ষ ৯৪ হাজার ৭০০ কোটি টাকা। গত বছরের তুলনায় এবছর ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাঁর সম্পত্তি। তৃতীয় স্থানে রয়েছেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সাইরাস এস পুনাওয়ালা । এই গ্রুপের মোট সম্পত্তির পরিমাণ ২ লক্ষ ৫ হাজার ৪০০ কোটি টাকা। তাঁদের সম্পত্তির বৃদ্ধি ঘটেছে বছরে ২৫ শতাংশ। 

Latest Videos

এবছর ২১ শতাংশ ক্ষতির মুখে পড়ে চতুর্থ স্থানে নেমে এসেছে এইচসিএল টেকনোলজিস লিমিটেড এবং শিব নাদার ফাউন্ডেশনের কর্ণধার শিব নাদার অ্যান্ড ফ্যামিলি গ্রুপ। তাদের মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৮৫ হাজার ৮০০ কোটি টাকা। তার পরেই পঞ্চম স্থানে আছে ডি মার্টের প্রতিষ্ঠাতা রাধাকিশান দামানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৭৫ হাজার ১০০ কোটি টাকা। গতবছরের তুলনায় এবছর তিনি লাভ করেছেন ১৩ শতাংশ। 

ষষ্ঠ স্থানে গর্বের সঙ্গে আবার ফিরে এসেছেন আরেক আদানি, গত বছর যিনি ছিলেন ৪৯ তম স্থানে। এবছর ২৮ শতাংশ লাভ করে গৌতম আদানির বড়ভাই বিনোদ শান্তিলাল আদানি উঠে এসেছেন ৬ নম্বর ধনী ব্যক্তির স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৬৯ হাজার কোটি টাকা। ২০২২ সালে ভারতের সপ্তম ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছেন ইন্ডাসইন্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। যদিও এচবহর ২৫ শতাংশ ক্ষতির মুখে পড়েছেন তিনি। ক্ষতির মুখে পড়েছেন অষ্টম ধনী ব্যক্তিও। তাঁর নাম লক্ষ্মী নিবাস মিত্তাল, তিনি বিশ্বের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী সংস্থা আর্সেলর মিত্তালের চেয়ারম্যান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৫১ হাজার ৮০০ কোটি টাকা।


বছরে ১২ শতাংশ লাভের মুখ দেখে নবম স্থানে উঠে এসেছেন ভারতের পদ্মশ্রী বিজয়ী দিলীপ সাংঘভি, তিনি সান ফার্মাসিউটিক্যালস-এর প্রতিষ্ঠাতা। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৩৩ হাজার ৫০০ কোটি টাকা। দশম স্থানে রয়েছেন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নির্বাহী ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উদয় কোটাক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ১৯ হাজার ৪০০ কোটি টাকা। তিনি এবছর লাভ করেছেন ৩ শতাংশ। 

আরও পড়ুন-
এলন মাস্কের পরেই গৌতম আদানি, বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি একদিনে রোজগার করেছেন ১৬১২ কোটি টাকা
নবাবের নগরীতে ‘বাজল তোমার আলোর বেণু’, রেডিও সারাইয়ের দোকানগুলোয় রাত অবদি অপেক্ষায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের মানুষ
মুর্শিদাবাদের নবাব মুর্শিদকুলি খাঁর আমলের দুর্গাপুজো পার করেছে ৪৫০ বছর, আজও আনন্দে মেতে ওঠে নবাবনগরী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News