ফের সোনা রুপোর দামের দামের পারদ উর্ধ্বমুখী, কোথায় ঠেকল দর, জানুন বিস্তারিত

শনিবার (Saturday) বেশ খানিকটা দামী হল সোনালি ধাতু (Gold Price Hike)। ১৯ ফেব্রুয়ারি শনিবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম ৫০০ টাকার বেশী বেড়ে গেল। সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও (Silver Price)। 
 

শুক্রবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে ৪০০ টাকার পতন ঘটেছিল। ঠিক তার পরের দিন অর্থাৎ শনিবার (Saturday) বেশ খানিকটা দামী হল সোনালি ধাতু। ১৯ ফেব্রুয়ারি শনিবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম ৫০০ টাকার বেশী বেড়ে গেল (Gold Price Hike)। আসুন তাহলে জেনে নেওয়া যাক আজ ভারতে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামের পারদ কোথায় গিয়ে পৌঁছাল। ১৯ ফেব্রুয়ারি প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দামে ৫০০ টাকার বৃদ্ধিতে দাম গিয়ে পৌঁছাল ৪৬ হাজার ৩০০ টাকা, যেখানে শুক্রবার দাম ছিল ৪৫ হাজার ৮০০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামের গ্রাফে দেখা যাচ্ছে ৫৪০ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। সেই হিসাবে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫০ হাজার ১৫০ টাকা, যেখানে শুক্রবার দাম ছিল ৪৯ হাজার ৯৭০ টাকা। এবার দেখা যাক আজ রুপোর দামের হালককিকত কেমন রয়েছে। শুক্রবার যেখানে কেজি প্রতি রুপোর দর (Silver Price) ছিল ৬৩ হাজার ৪০০ টাকা সেখানে শনিবার প্রায় ৪০০ টাকা দাম বৃদ্ধি পেয়ে রুপোর দর (Silver Price Hike) হল ৬৩ হাজার ৮০০ টাকা।

সোনা-রুপোর দামের ওঠা নামা লেগেই রয়েছে। ১৯ ফেব্রুয়ারি শনিবার কলকাতায় সোনার দামের (Gold Price In Kolkata) চিত্রটা কেমন রয়েছে এবার সেটা দেখে নেওয়া যাক। কলকাতাতেও গতকালের তুলনায় আজ অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি সোনার দাম ৫০০ টাকার বেশি বৃদ্ধি পেল। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে যথাক্রমে ৫০০ টাকা ও ৫৪০ টাকা বৃদ্ধি পেল।  ১৯ ফেব্রুয়ারি প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দামে ৫০০ টাকার বৃদ্ধিতে দাম গিয়ে পৌঁছাল ৪৬ হাজার ৩০০ টাকা, যেখানে শুক্রবার দাম ছিল ৪৫ হাজার ৮০০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামের গ্রাফে দেখা যাচ্ছে ৫৪০ টাকা পর্যান্ত বেড়েছে সোনার দাম। সেই হিসাবে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫০ হাজার ১৫০ টাকা, যেখানে শুক্রবার দাম ছিল ৪৯ হাজার ৯৭০ টাকা। একজন মধ্যবিত্ত কলকাতাবাসী হিসাবে সোনার দামে যে খুব একটা স্বস্তি পাবেন না সেটা নিশ্চই স্পষ্ট। অন্যদিকে আজ কলকাতায় বেশ খানিকটা ভারী হয়েছে রুপো (Silver Price Today Increase In Kolkata)।  শুক্রবার যেখানে কেজি প্রতি রুপোর দর ছিল ৬৩ হাজার ৪০০ টাকা সেখানে শনিবার প্রায় ৪০০ টাকা দাম বৃদ্ধি পেয়ে রুপোর দর হল ৬৩ হাজার ৮০০ টাকা। 

Latest Videos

আরও পড়ুন-শুক্রবার সামান্য পতন সোনার দামে, আর ফের খানিকটা দামী হল রুপো

আরও পড়ুন-সোনার দামে যত সামান্য পতন, লক্ষ্মীবারেও সোনা কেনায় অস্বস্তিতে কলকাতাবাসী

আরও পড়ুন-৫০০-র বেশী পতন সোনার দামে, তবুও সোনা কেনায় মঙ্গলবার মোটেই মঙ্গলময় হল না মধ্যবিত্তের
 
সোনার দামের পারদ কবে নিম্নমুখী হবে সেই আশাতেই দিন গুনছে সাধারণ মানুষ। একের পর এক বিয়ের মরশুম পাড়। কিন্তু সোনার দামের গতিপ্রকৃতি কোনওভাবেই সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে না। গত বছরের মত এই বছরেও সোনার দামের পারদ উর্ধ্বমুখী হয়েই থাকবে কিনা সেটাই এখন প্রশ্ন মধ্যবিত্তের মনে। সোনার কেনার সময় সোনার বিশুদ্ধতা নিয়ে একটা বড় প্রশ্ন জাগে ক্রেতার মনে। সেই সংশয় দূর করতে রয়েছে BIS Care app ।  সরকার অনুমোদিত এই অ্যাপের দ্বারা আপনি সহজেই সোনার বিশুদ্ধতা পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে যদি কোনও অভিযোগ জানানোর কোনও বিষয় থাকে সেগুলোও জানাতে পারবেন। যদি হলমার্ক সংক্রান্ত কোন সমস্যা থাকে তাহলে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ পাবেন। 

Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari