৫৪ হাজার ছুঁই ছুঁই সোনার দাম, লাগাতার দর বাড়ায় বিয়ের মরশুমে পকেটে কোপ পড়ল মধ্যবিত্তের

Published : Apr 12, 2022, 09:10 AM IST
৫৪ হাজার ছুঁই ছুঁই সোনার দাম, লাগাতার দর বাড়ায় বিয়ের মরশুমে পকেটে কোপ পড়ল মধ্যবিত্তের

সংক্ষিপ্ত

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের অনেকটাই দাম বেড়েছে সোনার। ভারতীয় বাজারে  ৫৪ হাজার টাকার ছুঁই ছুঁই ১০ গ্রাম পাকা সোনার দাম। চলতি সপ্তাহ থেকেই অনেকটাই দাম বেড়েছে সোনার। বিয়ের মরশুম পড়ার আগে সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে। আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের। বিয়ের মরশুমের আগে লাগাতার দাম বাড়ায় পকেটে কোপ পড়েছে  মধ্যবিত্তের। এক মাসে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে সোনার দাম। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। সপ্তাহের শুরু থেকেই চড়চড়িয়ে দাম বাড়ল সোনার।  

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের অনেকটাই দাম বেড়েছে সোনার। ভারতীয় বাজারে  ৫৪ হাজার টাকার ছুঁই ছুঁই ১০ গ্রাম পাকা সোনার দাম। চলতি সপ্তাহ থেকেই অনেকটাই দাম বেড়েছে সোনার। বিয়ের মরশুম পড়ার আগে সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে। আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের। বিয়ের মরশুমের আগে লাগাতার দাম বাড়ায় পকেটে কোপ পড়েছে  মধ্যবিত্তের। এক মাসে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে সোনার দাম। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। সপ্তাহের শুরু থেকেই চড়চড়িয়ে দাম বাড়ল সোনার।  

 ফের উর্ধ্বমুখী সোনার দাম। সপ্তাহের শুরুতেই চড়চড়িয়ে বাড়ল সোনার দাম। এপ্রিল  মাসের শুরুতে নয়া অর্থবর্ষেই ভারতে বেশ অনেকটাই দাম কমতে শুরু করেছে সোনার। তবে শুধু সোনাই নয়, রূপোর বাজারে বড় চমক। তবে ফেরএমসিএক্স সূচকে অনেকটাই দাম বেড়েছে সোনার। সোনার দাম কমলে কিছু়টা হলেও যেন স্বস্তি থাকে মধ্যবিত্তের। সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় ছিল সকলেই। বিয়ের মরশুমে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। আর তার  মধ্যে সোনার দাম বাড়লে তা যেন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবার বিয়ের মরশুমের আগেই অনেকটাই দাম বাড়ল সোনার । সামনেই বিয়ের মরশুম তার উপর লাগাতার দাম বাড়ছে সোনার। যা নিয়ে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের।  ফের ৫০ হাজারের গন্ডি পেরিয়েছে সোনার দাম। কলকাতাতেও সোনার দাম আকাশছোঁয়া। দিন কয়েকের মধ্যেই যে হু হু করে বেড়ে গেল সোনার দাম। পাশাপাশি পাল্লা দিয়ে দাম বাড়ছে রূপোর। সোনার দাম প্রতিদিনই যেন একটু একটু করে বাড়ছে। এপ্রিল মাসের শুরু থেকেই সোনার দামে বড় চমক দিলেও ফের বাড়ছে সোনার দাম ।  একদিকে সামনেই বিয়ের মরশুম শুরু হতে চলেছে। এটাই কিন্তু সোনার কেনার সবচেয়ে বড় সুযোগ,  দাম কমায় তেমনটাই মনে করেছিলেন বিশেষজ্ঞরা।  কারণ বৈশাখ মাস মানেই বিয়ের মরশুম। আর এই সময়টাতে সোনা কেনার হিড়িক অনেকটাই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন বিয়ের মরশুমের আগেই যেহারে সোনার দাম বাড়ছে, তাতে পকেটে টান পড়তে পারে মধ্যবিত্তের।।  সপ্তাহের শুরুতে ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

 

 

ভারতীয় বাজারে ফের অর্থবর্ষের শুরুতে সোনার দাম বাড়ায় চিন্তায় ব্যবসায়ীরা। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে।  আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।  বিয়ের মরশুমের আগে বেশ কিছুদিন ধরে সোনার দাম নিয়ে চিন্তা বাড়ছিল মধ্যবিত্তের।সারা দেশ জুড়েই সোনার দামে বড় চমক। আজও সোনার নাম গতকালের তুলনায় উর্ধ্বমুখী।     যে হারে সোনার দাম বাড়ছিল তাতে নাভিশ্বাস অবস্থা হয়েছিল সাধারণ মানুষের।গত কয়েকদিনের তুলনায় আজ দাম বেড়েছে সোনার। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৬০০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৩,০২০ টাকা। তবে পাকা সোনার দাম ৫১ হাজার ছাড়িয়ে গেছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর   আজকের দাম ৬৭,৭০০ টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে। তবে বিয়ের মরশুমের আগে  যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। 

PREV
click me!

Recommended Stories

Amazon Great Republic Day Sale: প্রাইম মেম্বারদের জন্য শুরু সেরা অফার, অ্যামাজন রিপাবলিক ডে সেল
Digital Advertising Growth in India: রেকর্ড বিনিয়োগ ডিজিটাল বিজ্ঞাপনে! এগোচ্ছে ভারত, স্বপ্নের 'ডিজিটাল ইন্ডিয়া'