কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য পতন, তবুও অস্বস্তি অব্যাহত

শেষ দুদিন বিশ্ববাজারে সোনার দাম রয়েছে অপরিবর্তিত। বৃহস্পতিবার ও শুক্রবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে কোনও পরিবর্তন ঘটেনি। সেই হিসাবে ১১ মার্চ শুক্রবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনালি ধাতুর দর রয়েছে যথাক্রমে ৪৮ হাজার ২০০ টাকা ও ৫২ হাজার ৫৮০ টাকা। 
 

 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণার পরই হু হু করে বেড়েছিল সোনার দাম। একলাফে প্রায় দেড় হাজার টাকার কাছাকাছি বেড়ে গিয়েছিল সোনালি ধাতুর দর। তারপর কয়েকদিন সোনার দামের পারদের ওঠা নামা লেগে ছিল। তবে শেষ দুদিন বিশ্ববাজারে সোনার দাম রয়েছে অপরিবর্তিত (Gold Price Same For Last 2 Days)। বৃহস্পতিবার ও শুক্রবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে কোনও পরিবর্তন ঘটেনি। সেই হিসাবে ১১ মার্চ শুক্রবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনালি ধাতুর দর রয়েছে যথাক্রমে ৪৮ হাজার ২০০ টাকা ও ৫২ হাজার ৫৮০ টাকা। সোনার দামে পরিবর্তন না ঘটলেও সোনার দামের পারদ কিন্তু সেই উর্ধ্বমুখীই রয়েছে। মার্চ মাস মানেই ভরপুর বিয়ের মরশুম (Wedding Season)। আর সেই জায়গায় বিশ্ববাজারে সোনার দামের (Gold Price Today) যা গতিপ্রকৃতি তাতে সাধারণ ক্রেতা যে খুব একটা স্বস্তি পাবে না সে কথাই বলাই বাহুল্য। 

বিশ্ববাজারে যখন সোনার দামে যখন দুদিন কোনও পরিবর্তন ঘটেনি তখন অন্যদিকে খাস কলকাতায় সোনার দামে উল্লেখ্যোগ্য পতন ঘটল। হু হু করে সোনার দাম বৃদ্ধিতে একেবারে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ ক্রেতারা। তার ওপর এখন বিয়ের মরশুম। তবে ১১ মার্চ শুক্রবার (Friday) সোনার দামে দেড় হাজর টাকার বেশী পতন ঘটতে দেখা গেল। আসুন তাহলে জেনে নেওয়া যাক আজ কলকাতায় সোনার দর কত রয়েছে। শুক্রবার কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দামে পতন ঘটেছে ১৬০০ টাকা ও ২৪ ক্যারেট ১৭৫০ টাকার পতন ঘটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ১১ মার্চ শুক্রবার কলকাতায় (Kolkata) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দামের পারদ ছুঁল ৪৮ হাজার ২০০ টাকা ও ২৪ ক্যারেটের দাম পৌঁছেছে ৫২ হাজার ৫৮০ টাকায়। সোনার দামে উল্লেখ্যোগ্য পতন ঘটলেও কিন্তু সোনা কিনতে কলকাতাবাসী যে খুব একটা স্বস্তি পাবে সে কথা কিন্তু মোটেই বলা যায় না। তবে হ্যাঁ, ৫৪ হাজারের থেকে সোনার দামের পারদ ৫২ হাজারে নামায় নামমাত্র স্বস্তি পেয়েছে কলকাতার আম ক্রেতারা (Custoers)। 

Latest Videos

প্রসঙ্গত, খাস কলকতাবাসীদেরও যে সোনা কিনতে একেবারে নাভিশ্বাস উঠছে সে কথা কিন্তু মোটেই বলার অপেক্ষা রাখছে না। সোনার দামের পারদ কবে একটু নিম্নমুখী হবে সেই আশাতেই প্রহর গুনছেন কলকাতার আম ক্রেতা। কলকাতাতেই এখন ভরপুর বিয়ের মরশুম। আর ওই যে বললাম বিয়ের মরশুম আর সোনার যোগ একে অন্যের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সোনার দামের উত্তোরত্তোর বৃদ্ধিতে একেবারে নাজেহাল অবস্থা হয়েছিল সাধারণ ক্রেতাদের। সোনার দামের গতি যেভাবে বাড়ছে তাতে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ অব্যাহত। এদিকে কলকাতায় সোনার দামের পারদ নিম্নমুখী হলেও ৫০ হাজারের নীচে নামেনি সোনালি ধাতুর দর। তাই ভরপুর বিয়ের মরশুমে সোনার দামে যে খুব একটা স্বস্তি পাবে না কলকাতাবাসী তা বলাই বাহুল্য। 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today