মঙ্গলে সামান্য পতন সোনার দামে, তবুও মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ অব্যাহত

কখনও একধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে সোনার দাম তো কখনও আবার যত সামান্য পতন ঘটছে সোনালি ধাতুর দামে। যদিও সেই পতনে কোনও সুরাহাই হয় না সাধারণ ক্রেতার। একদিকে বিয়ের মরশুম আর অন্যদিকে সোনার দামে অস্বস্তি অব্যাহত। দুইয়ের মিলনে একেবারে হাসফাঁস অবস্থা মধ্যবিত্তের। ১৫ মার্চ মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দামে কিছুটা পতন ঘটল। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে যথাক্রমে ৫০০ টাকা ও ৫৪০ টাকার পতন ঘটেছে। একই হারে পতন ঘটেছে কলকাতার সোনার দামেও। 
 

সোনার দামের বাড়বাড়ন্তের (Gold Price Today) কথা আজ আর নতুন করে কিছুই বলার নেই। প্রতিনিয়তই সোনার দামের ওঠাপড়া লেগেই রয়েছে। কখনও একধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে সোনার দাম তো কখনও আবার যত সামান্য পতন ঘটছে সোনালি ধাতুর দামে। যদিও সেই পতনে কোনও সুরাহাই হয় না সাধারণ ক্রেতার। একদিকে বিয়ের মরশুম আর অন্যদিকে সোনার দামে অস্বস্তি অব্যাহত। দুইয়ের মিলনে একেবারে হাসফাঁস অবস্থা মধ্যবিত্তের। ১৫ মার্চ মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দামে কিছুটা পতন ঘটল (Gold Price Decrease)। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে যথাক্রমে ৫০০ টাকা ও ৫৪০ টাকার পতন ঘটেছে। সেই হিসাবে আজ বিশ্ববাজারে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৭ হাার ৬০০ টাকা ও প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনলি দর পৌঁছেছে ৫১ হাজার ৯৩০ টাকায়। এই প্রসঙ্গে একটা কথা কিন্তু না বললেই নয় যে, সোনার দামের এই পতন মধ্যবিত্তকে মোটেই খুব একটা স্বস্তি দেবে না। হাফ সেঞ্চুরির ঘরে যখন সোনার দাম তখন মধ্যবিত্তের পকেটে যে চাপ সৃষ্টি হবে তা বলাই বাহুল্য। 

বিশ্ববাজারে সোনার দাম যভাবে চোখ রাঙাচ্ছে তাতে কলকাতাবাসীও (Gold Price Today In Kolkata) যে সোনা কিনতে খুব একটা স্বস্তিবোধ করবে না সে কথা কিন্তু বলার অপেক্ষাই রাখছে না। তবে বিশ্ববাজারে যখন সোনার দামে খানিকটা পতন ঘটেছে তখন খাস কলকাতাতেও কিছুটা কমেছে সোনালি ধাতুর দাম। আপনি কী একজন কলকাতাবাসী...আপনার বাড়িতেও কী বিয়ে আসন্ন...সোনা কেনা খুব জরুরি...তাহলে তো আপনি নিশ্চই প্রতিদিনের সোনার দামের গতিপ্রকৃতি নিয়ে এই মুহুর্তে খুবই উদগ্রীব। আসুন আজ সোনার দামের পারদ কোথায় গিয়ে ঠেকল সেটা জেনে নেওয়া যাক। ১৫ মার্চ মঙ্গলবার প্রতি কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে যথাক্রমে ৫০০ টাকা ও ৫৪০ টাকার পতন ঘটেছে। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৬০০ টাকা ও ২৪ ক্যারেটের দাম হয়েছে ৫১ হাজার ৯৩০ টাকা। 

Latest Videos

একের পর এক বিয়ের মরশুম পাড়। কিন্তু সোনার দামের গতিপ্রকৃতি কোনওভাবেই সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে না। গত বছরের মত এই বছরেও সোনার দামের পারদ উর্ধ্বমুখী হয়েই থাকবে কিনা সেটাই এখন প্রশ্ন মধ্যবিত্তের মনে। সোনার কেনার সময় সোনার বিশুদ্ধতা নিয়ে একটা বড় প্রশ্ন জাগে ক্রেতার মনে। সেই সংশয় দূর করতে রয়েছে BIS Care app ।  সরকার অনুমোদিত এই অ্যাপের দ্বারা আপনি সহজেই সোনার বিশুদ্ধতা পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে যদি কোনও অভিযোগ জানানোর কোনও বিষয় থাকে সেগুলোও জানাতে পারবেন। যদি হলমার্ক সংক্রান্ত কোন সমস্যা থাকে তাহলে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ পাবেন। 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari